বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আজ ভোররাতে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের ১৪৩ নং ব্যাটেলিয়নের জওয়ানরা টহল দিচ্ছিলেন। সেই সময় সীমান্তের কাছে একটি বস্তা দেখতে পান তাঁরা। সেই বস্তা খুলে তল্লাশি চালাতেই তার মধ্যে থেকে উদ্ধার হয় ৯৫ কিলো গাঁজা ও ৫১০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। যার বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ১১ হাজার টাকা।
advertisement
আরও পড়ুনঃ গৃহবধূ থেকে বাংলার সেরা সুন্দরী! সাড়া ফেলেছেন বলিউডে, বহু নারীর অনুপ্রেরণা অশোকনগরের পলি
কে বা কারা এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য সেখানে মজুদ করেছিল তা এখনও স্পষ্ট নয়। তবে বিএসএফের প্রাথমিক ধারণা, বাংলাদেশে পাচারের উদ্দেশেই পাচারকারীরা এই মাদক দ্রব্যগুলি সীমান্তবর্তী এলাকায় মজুদ করেছিল।
উদ্ধার হওয়া গাঁজা ও কাফ সিরাপগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি পাচারকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে বিএসএফ।