TRENDING:

BSF Jawan Arrest : সেনা জওয়ানের রহস্যজনক মৃ*ত্যু, তদন্তে বিরাট মোড়! গ্রেফতার BSF জওয়ান! কী হয়েছিল?

Last Updated:

BSF Jawan Arrest : অশোকনগরে সেনা জওয়ান খুনের ঘটনায় গ্রেফতার অন্য এক জওয়ান। এই ঘটনায় বিএসএফ জওয়ান অভিজিৎ হালদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অশোকনগর, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলম : অশোকনগরে সেনা জওয়ান খুনের ঘটনায় গ্রেফতার অন্য এক সেনা জওয়ান। অশোকনগরে ন*লিকাটা দেহ উদ্ধারের ১ মাসের মাথায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হল এক বিএসএফ জওয়ান সহ মোট দুজনকে।
অশোকনগর থানা।
অশোকনগর থানা।
advertisement

অশোকনগর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া এলাকার ব্যস্ততম রাস্তার পাশের জলাশয় থেকে উদ্ধার হয় ন*লিকাটা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ। অশোকনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। গত ৬ আগস্ট মৃত যুবকের পকেটে পাওয়া একটি বাসের টিকিটের সূত্র ধরে যুবকের নাম পরিচয় জানা যায়।

আরও পড়ুন : দম বন্ধ করা দৃশ্য! সোনামুখীতে ৯ ফুট লম্বা ও ১৪ কেজির বিশাল পাইথন, দেখেই মাথা খারাপ সকলের

advertisement

জানা যায়, ৩৩ বছরের মৃত যুবকের নাম শেখ নুর আলাম। পেশায় তিনি প্রাক্তন সেনা কর্মী। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার কাঞ্চননগর এলাকায়। অন্যদিকে ছেলের মৃত্যুর খবর শুনেই অশোকনগরে ছুটে আসেন প্রাক্তনের সেনা জওয়ানের বাবা সহ প্রতিবেশীরা। মৃত যুবকের দেহ শনাক্ত করেন তাঁরা। ছেলের নিথর দেহ নিয়ে বাড়ি ফেরেন অসহায় বাবা।

advertisement

আরও পড়ুন : মা দুর্গার বিদেশ যাত্রা! প্লেনে চড়ে বাংলার বিশেষ ধাঁচের প্রতিমা পাড়ি দিচ্ছে ইউরোপ! কত খরচ পড়ছে জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানের সামনে ভূত-প্রেতের নাচ! বছরের পর বছর ধরে চলছে গা ছমছমে রেওয়াজ
আরও দেখুন

মৃতের বাবা শেখ সিরাজুল ইসলাম দাবি তোলেন, ছেলেকে যারা নির্মমভাবে হ*ত্যা করেছে, পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের কঠিন শাস্তি দিক। তারপর তৎপরতার সঙ্গে এক মাসের মধ্যে অশোকনগর থানার পুলিশ  উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এই খু*নের ঘটনায় গ্রেফতার করে অশোকনগর কল্যাণগড়র এলাকার বাসিন্দা বিএসএফ জওয়ান অভিজিৎ হালদার নামে এক যুবককে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত কচুয়ার বাসিন্দা শম্ভু পাল নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কি উদ্দেশ্যে এই কাণ্ড, তা জানার চেষ্টা করছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BSF Jawan Arrest : সেনা জওয়ানের রহস্যজনক মৃ*ত্যু, তদন্তে বিরাট মোড়! গ্রেফতার BSF জওয়ান! কী হয়েছিল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল