TRENDING:

পদ্মার চরে গরু চরাতে দিচ্ছে না বিএসএফ ! বিক্ষোভ জলঙ্গিতে !

Last Updated:

পদ্মার চরে গরু চরাতে দিচ্ছে না বিএসএফ। এরই প্রতিবাদে ৭০০থেকে ৮০০ গরু মহিষ নিয়ে রাস্তা অবরোধ করল গো-পালকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলঙ্গি: পদ্মার চরে গরু চরাতে দিচ্ছে না বিএসএফ। এরই প্রতিবাদে ৭০০থেকে ৮০০ গরু মহিষ নিয়ে রাস্তা অবরোধ করল গো-পালকরা। শুক্রবার সকালে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে সুদেষ্ণার মোড়ে প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে বিক্ষোভ দেখায় গো-পালকরা। জলঙ্গি থানার পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement

জেলার পুলিশ সুপার সাবেরী রাজকুমার বলেন, বিএসএফের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।জলঙ্গির চুয়ার ঘোষপাড়ার ঘোষ সম্প্রদায়ের মানুষেরা সাধারণত গরু প্রতিপালন করে জীবিকা নির্বাহ করেন। অভিযোগ, কিছুদিন ধরেই বিএসএফ চরে  গরুকে চরতে দিচ্ছেন না। চরে নিয়ে যাবার সময় সমস্যা তৈরি করছে। ঘোষদেরকে মারধর করার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। এরই প্রতিবাদে গরু নিয়ে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারী গোপাল ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে আমরা পদ্মার চরে গরু চরাতে নিয়ে যাই। বিএসএফ কিছু বলে না। কিছুদিন ধরে আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে বিএসএফ। গরু প্রতিপালন  না করতে পারলে আমাদের অনাহারে মরতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

PRANAB KUMAR BANERJEE

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পদ্মার চরে গরু চরাতে দিচ্ছে না বিএসএফ ! বিক্ষোভ জলঙ্গিতে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল