TRENDING:

এক রাতের কষ্ট, মোটা টাকা কামাইয়ের কারবার! বাংলাদেশ থেকে ভারতে পা রাখতেই সব প্ল্যান ভেস্তে দিল BSF

Last Updated:

বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে অবৈধভাবে ভারতের অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয়। বছরের বিভিন্ন সময় এমন অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে বলেই অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: বাংলাদেশ থেকে কাঁটাতার টপকে অবৈধভাবে ভারতের অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয়। বছরের বিভিন্ন সময় এমন অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে বলেই অভিযোগ। আর এই অনুপ্রবেশ ঠেকানোর জন্য সরকার নানা কাজ চালাচ্ছে। তবে এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে যা ধরা পড়ল তা রীতিমতো চমকে দেওয়ার।
বিএসএফের নাকা চেকিং
বিএসএফের নাকা চেকিং
advertisement

গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭৭ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানরা সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জের বোলতলা এলাকায় শুক্রবার রাতে নাকা চেকিং চালায়। কুকুর ও স্ক্যান ডিটেক্টর দিয়ে নাকা চেকিং চালানোর সময় বোলতলা এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর নিষিদ্ধ তরল ফেনসিডিল। বিএসএফ আটক করে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে এই ধরনের নিষিদ্ধ তরল পাচারকারি ওই অভিযুক্তের বাড়ি বাংলাদেশে।

advertisement

আরও পড়ুন: বাঁধভাঙা যৌবন, বয়স কমবে নিমেষে! ম্যাজিক লুকিয়ে বাংলার পরিচিত ‘এই’ খাবারে! প্রবাসী বাঙালির আবিষ্কারে শোরগোল বিশ্বে

ঘটনার পর সঙ্গে সঙ্গে বিএসএফ ফেন্সিডিল সহ ওই বাংলাদেশিকে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই বাংলাদেশের নাম গফফর গাজী। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ভারা সিমলা এলাকায়। গত বৃহস্পতিবার রাতে ওই বাংলাদেশি বাংলাদেশের সুলুপুর বিবিজি ক্যাম্প এলাকা থেকে নদীপথে ভারতে প্রবেশ করেছিল। তারপর ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। তখনই বিএসএফ তাকে ধরে ফেলে।

advertisement

আরও পড়ুন: অসুস্থ স্বামী, চিকিৎসা করাতে গিয়েছিলেন বাইরে! ২৬ দিন পর বাড়ি ফিরতেই মাথায় হাত গৃহকর্ত্রীর

ধৃত এই বাংলাদেশিকে শনিবার পাঠানো হবে আদালতে। পাশাপাশি এমন নিষিদ্ধ তরল পাচারের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছেন তার খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক রাতের কষ্ট, মোটা টাকা কামাইয়ের কারবার! বাংলাদেশ থেকে ভারতে পা রাখতেই সব প্ল্যান ভেস্তে দিল BSF
Open in App
হোম
খবর
ফটো
লোকাল