TRENDING:

Bongaon: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা, বনগাঁয় গ্রেফতার দম্পতি

Last Updated:

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাবার পথে দম্পতিকে গ্রেফতার করল বনগাঁ থানা পুলিশ। রবিবার নিয়মিত টহলদারির সময় এক দম্পতিকে দেখে সন্দেহ হয় বনগাঁ পুলিশের। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাবার জন্য বনগাঁ এসেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ : অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাবার পথে দম্পতিকে গ্রেফতার করল বনগাঁ থানা পুলিশ। রবিবার নিয়মিত টহলদারির সময় এক দম্পতিকে দেখে সন্দেহ হয় বনগাঁ পুলিশের। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাবার জন্য বনগাঁ এসেছে । তারা ভিনরাজ্যে কর্মরত ছিল । ধৃতরা হল বছর ৫৪-এর শাহ জাহান আলি আর ৩৫ বছর বয়সি সাকিনা মোল্লা। তারা যশোর জেলার বাসিন্দা। তাদেরকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ । ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
representative image
Image: News18
representative image Image: News18
advertisement

চলতি বছরের জানুয়ারি মাসে চোরাপথে বাংলাদেশে ফেরার পথে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। দু’জনকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। ধৃতদের নাম রুনা খাতুন ও হাসিনা বেগম। তাঁরা বাংলাদেশের নড়াইলের বাসিন্দা। ধৃতরা ৬ মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে খবর।। এই দুই মহিলা কাজ করছিলেন মুম্বইয়ে। তবে চোরাপথে বাংলাদেশে ফেরার জন্য এসেছিলেন গাইঘাটার কাহনকিয়ায়। এরপরই গ্রেফতার হন তাঁরা। জানা গিয়েছে, বছর পাঁচেকের এক বাচ্চাকে নিয়ে বাংলাদেশে বেআইনি ভাবে ফেরার চেষ্টা করছিলেন ধৃত দুই মহিলা। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

অন্যদিকে, রবিবার অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ত্রিপুরা থেকে ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। আবারও গোপন খবরের ভিত্তিতে ৪ জন  বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। অভিযোগ, তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং ট্রেনে করে বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে, দিল্লি যাবে। অভিযুক্তদের নাম – মহঃ বিলাল (৪৭)-বাংলাদেশের বাগেরহাট, সালমা বেগম(৩৮)-বাংলাদেশের বাগেরহাট , মহঃ নইম এবং মহঃ আলি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bongaon: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা, বনগাঁয় গ্রেফতার দম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল