চলতি বছরের জানুয়ারি মাসে চোরাপথে বাংলাদেশে ফেরার পথে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। দু’জনকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। ধৃতদের নাম রুনা খাতুন ও হাসিনা বেগম। তাঁরা বাংলাদেশের নড়াইলের বাসিন্দা। ধৃতরা ৬ মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে খবর।। এই দুই মহিলা কাজ করছিলেন মুম্বইয়ে। তবে চোরাপথে বাংলাদেশে ফেরার জন্য এসেছিলেন গাইঘাটার কাহনকিয়ায়। এরপরই গ্রেফতার হন তাঁরা। জানা গিয়েছে, বছর পাঁচেকের এক বাচ্চাকে নিয়ে বাংলাদেশে বেআইনি ভাবে ফেরার চেষ্টা করছিলেন ধৃত দুই মহিলা। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
advertisement
অন্যদিকে, রবিবার অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ত্রিপুরা থেকে ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। আবারও গোপন খবরের ভিত্তিতে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। অভিযোগ, তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং ট্রেনে করে বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে, দিল্লি যাবে। অভিযুক্তদের নাম – মহঃ বিলাল (৪৭)-বাংলাদেশের বাগেরহাট, সালমা বেগম(৩৮)-বাংলাদেশের বাগেরহাট , মহঃ নইম এবং মহঃ আলি।