শুক্রবার ডাউন মজফ্ফরপুর এক্সপ্রেসে ফিরছিলেন বিশ্বজিৎ বিশ্বাস ও তাঁর এক সহকর্মী। রাত ২:১৫ নাগাদ, নৈহাটির বদলে ভুল করে কাঁকিনাড়া স্টেশনে নেমে পড়েন তাঁরা। প্ল্যাটফর্মেই তাঁদের ঘিরে ধরে তিন দুষ্কৃতী। তাঁদের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। ধস্তাধস্তির জেরে কিছুটা দূরে ছিটকে পড়েন বিশ্বজিৎ। তখনই দূর থেকে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বজিতের।
advertisement
নিহত বিশ্বজিৎ নদিয়ার ভীমপুর নতুন পল্লির বাসিন্দা। কর্মসূত্রে বিহারের মজফফরপুরে থাকতেন। দাদার মৃত্যুর খবর পেয়ে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন। কিন্তু আর ফেরা হল না বিশ্বজিতের।
সাম্প্রতিক অতীতে বার বার উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া-কাঁকানাড়া-জগদ্দলের মতো এলাকা। হয়ে উঠেছে সমাজবিরোধীদের স্বর্গরাজ্য। মাসখানেক আগে এই কাঁকিনাড়ায় রেললাইনের ধার থেকে ৫০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। শুক্রবার গভীর রাতের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শনিবার সকালে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে আরপিএফ ও জিআরপি। তদন্তে নামানো হয় ডগ স্কোয়াডকেও।