জানা যাচ্ছে, এদিন স্থানীয় একটি পুকুরপাড়ে ৭টি তাজা বোমা দেখতে পান এক ব্যক্তি। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ ও বম্ব স্কোয়াড। বোমা উদ্ধার ঘিরে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ বসিরহাটে মঞ্চ কাঁপিয়ে দিলেন টলিউড নায়িকা শ্রাবন্তী, বিজয়া সম্মিলনীতে বিরাট চমক
আজ হাড়োয়ার তেঘরিয়া এলাকার একটি পুকুরপাড়ের জঙ্গল থেকে বোমা উদ্ধার হয়। হাড়োয়া থানার পুলিশ এই বোমা উদ্ধার করে। জানা গিয়েছে, পুকুরপাড়ে বন জঙ্গলের ভিতর বেশ কয়েকটি বোমা পড়ে থাকতে দেখেন এলাকার এক বাসিন্দা। সঙ্গে সঙ্গে হাড়োয়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে আসে হাড়োয়া থানার পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই জঙ্গলের ভিতর ৭ থেকে ৮টি বোমা পড়ে ছিল। ঘটনাস্থলে উপস্থিত হন বম্ব স্কোয়াডের সদস্যরা। কী উদ্দেশে জঙ্গলের মধ্যে বোমাগুলি রাখা হয়েছে, বোমাগুলি কি বাঁধার কাজ চলছিল, এমন নানা বিষয় খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে কী উঠে আসে সেটাই দেখার।