স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাটি কাটার সময় মাঠের মধ্যেই আচমকা বিশালাকার ধাতব একটি বস্তু উঠে আসে। আর তা নিয়েই আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মনে। গ্রামবাসীদের সন্দেহ ছিল, মাটির নীচ থেকে বেরিয়ে আসা সিলিন্ডারের আকারের বিশাল ওই ধাতব বস্তুটি আসলে ব্রিটিশ আমলের বোমা। বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশের কাছে।
advertisement
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার জন্ম আছে কিন্তু ‘মৃত্যু’ নেই! নামটা জানেন? তাজ্জব হয়ে যাবেন নিশ্চিত!
ঘটনাকে কেন্দ্র করে গোপীবল্লভপুর ১ নং ব্লকের ভুলনপুর গ্ৰামের মানুষজনদের মনে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছিল। তাঁদের দাবি, এর আগেও এই এলাকা থেকে এমন একাধিক বিশালকার বোমা উদ্ধার হয়েছিল। এক গ্রামবাসী জানান, তাঁরা বাবা-ঠাকুরদার কাছে শুনেছেন, ব্রিটিশ আমলে যুদ্ধের সময় এগুলি যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছিল। আনুমানিক ১৯৪২-১৯৪৭ সালের মাঝখানে এগুলি ফেলা হয়েছিল বলে শুনেছেন তাঁরা। বছর কুড়ি আগেও এই এলাকা থেকে এমন বিশালাকার বোমা উদ্ধার হয়েছিল বলে দাবি গ্রামবাসীদের।
প্রশাসনের কাছে এলাকাবাসীদের আর্জি ছিল, এটিকে যাতে দ্রুত নিষ্ক্রিয় করা হয় কিংবা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরই আসরে নামে প্রশাসন। অবশেষে সেই বোমা নিষ্ক্রিয় করা হল।