TRENDING:

West Bengal Election 2021: নানুরে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, অভিযোগের তির তৃণমূলের দিকে

Last Updated:

নানুরে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। বিজেপি সভাপতি রাম হাজরার বাড়িতে বোমাবাজি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নানুরঃ নানুরে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। বিজেপি সভাপতি রাম হাজরার বাড়িতে বোমাবাজি। ওই বিজেপি নেতা এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তির। বিজেপি নেতার বাড়ি সংলগ্ন থেকে উদ্ধার এক ব্যাগ ভর্তি তাজা  বোমা। যদিও বিরোধীদের অভিযোগ এক্কেবারে অস্বীকার করেছে তৃণমূল।
advertisement

জানা গিয়েছে, নানুরের বেলুটি গ্রামে বিজেপির সভাপতি রাম হাজরার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরেই তাঁকে ও তাঁর পরিবারের লোকজনকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিচ্ছিল বলে অভিযোগ জানিয়েছেন তিনি। তারা বিজেপি না করে যাতে তৃণমূলের হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে কাজ করে, তার জন্য চাপ দেওয়া হচ্ছিল। পরিবারের দাবি, বিজেপি নেতা রাম হাজরা বিজেপি থেকে সরে না আসায়, এলাকার তৃণমূল নেতৃত্বের কথা না শোনায় তাঁর বাড়িতে বোমাবাজি করা হয়। এ দিন বোমাবাজির ঘটনা ঘটার পরেই ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

রাম হজরার বাড়ির পাশের জঙ্গল থেকে এ দিন এক ব্যাগ তাজা বোমা উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, গত রাতে বোমাবাজি করার পরেই বোমা ফেলে রেখে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Election 2021: নানুরে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, অভিযোগের তির তৃণমূলের দিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল