TRENDING:

ফের বিতর্কে বোলপুরের স্কুল, সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞার পর এবার অভিভাবককে হুমকি দিল স্কুল!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বোলপুর: বিতর্ক যেন থামতেই চাইছে না বোলপুরের বেসরকারি স্কুলটিকে ঘিরে ৷ একের পর এক বিপুল সমালোচনা-বিতর্কের মুখে পড়েও ‘অনৈতিক’ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ ৷ গতকাল সাংবাদিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ নোটিশ টানিয়ে কর্তৃপক্ষ জানায়, স্কুলে কোনও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঢুকতে পারবেন না ৷
advertisement

এরপর আজ নিগৃহীত ছাত্রীর অভিভাবককের কর্মস্থলে লোক পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ৷ শুধু তাই নয়, থানায় দায়ের করা অভিযোগ তুলে নিতেও চাপ দেওয়া হয় ওই অভিভাবকের উপর ৷

গত সোমবার ঠান্ডার জন্য লেগিংস পরে স্কুলে যায় পড়ুয়ারা। অভিযোগ, প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পঁচিশজন পড়ুয়াকে লেগিংস খুলে ক্লাস করতে বাধ্য করা হয়। মানসিক চাপে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখান। শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের হয়। চাপে পড়ে স্কুল কর্তৃপক্ষ ক্ষমাও চায়। এই ঘটনায় চাইল্ড প্রোটেকশন অফিসার-সহ তিন সদস্যের তদন্ত কমিটি গড়েন জেলাশাসক। তারপরেই বৃহস্পতিবার ফের স্কুলের বিরুদ্ধে অভিভাবকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের বিতর্কে বোলপুরের স্কুল, সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞার পর এবার অভিভাবককে হুমকি দিল স্কুল!