পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার থেকে এই ব্যবসায়ী নিখোঁজ ছিলেন। ব্যবসায়ী নিখোঁজ থাকার দরুন তাঁর পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় নিখোঁজের লিখিত অভিযোগ করা হয়েছিল।
আরও পড়ুন: জিও ট্র্যাকিংয়ের মাধ্যমে দীর্ঘদিনের রাস্তার সমস্যার সমাধান করলেন শান্তিপুরের বিধায়ক
পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, এই ব্যবসায়ী বাড়িতে ফোন রেখে অন্যত্র চলে গিয়েছিলেন কারণ বিবাহ বহির্ভূত অন্য এক মহিলার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। এই কথা বাড়িতে জানাজানি হয়ে যাওয়ার ফলে তা নিয়ে অশান্তি শুরু হয়। এরপরেই সোমবার বিরাটি বিশরপাড়া এলাকায় রেললাইন থেকে দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই, মৃতদেহ উদ্ধার করে বারাসাত জিআরপি তা ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
advertisement
আরও পড়ুন: ও বাবা, হলুদ-কালো ডোরাকাটা সবুজের মাঝে, রয়্যাল বেঙ্গল দেখে ফেললেন সুন্দরবনের পর্যটকরা
পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোন রকম খুন বা অন্য কোনও মামলা রুজু হয়নি। শুধুমাত্র বাগুইআটি থানায় নিখোঁজের একটি অভিযোগ হয়েছিল।
তদন্তে নেমে, পুলিশের প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যা করেছেন যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।