নকশালবাড়ি নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ের ভিতরে মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য। স্কুলে সবুজ সাথীর সাইকেল রাখা গুদামের ভিতর থেকে পচা গন্ধ পেয়ে এদিন মৃতদেহ নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ। তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। যদিও এ নিয়ে পড়াশোনায় ব্যাঘাত না ঘটলেও পড়ুয়াদের মধ্যে চাপা আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে স্কুলে ভিতর কীভাবে এল মৃতদেহ? অন্যদিকে সূত্রে খবর, সবুজ সাথীর সাইকেল চুরি করতেই স্কুলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এই মৃত্যু। ঘটনার পর বন্ধ রাখা হয়েছে স্কুলের প্রবেশ পথ।
advertisement
গতকাল রবিবার থাকায় আজ স্কুল খোলার পর এই গন্ধ ছড়িয়ে পড়তেই মৃতদেহ নজরে এসেছে। ঘটনার তদন্তে ইতিমধ্যে জলপাইগুড়ি থেকে ফরেন্সিক টিম আসার কথা। তদন্তের সাপেক্ষে বন্ধ করা হয়েছে স্কুলের দরজা। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।