TRENDING:

Boat Race: নেই খেলার মাঠ! জল ঘেরা এলাকায় আনন্দ দেয় নৌকা নিয়ে বাইচ প্রতিযোগিতা

Last Updated:

মুঠো ফোন ছেড়ে গ্রামের পরম্পরা মেনে ৫৬ বছর ধরে চলে আসছে নৌকা-বাইচ। হরিহরপাড়া থানার খিদিরপুর বালুর মাঠ পড়াতে ভৈরব নদীতে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় । এই নৌকা বাইচ উপলক্ষে গ্রামে মেলা বসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুঠো ফোন ছেড়ে গ্রামের পরম্পরা মেনে ৫৬ বছর ধরে চলে আসছে নৌকা-বাইচ। হরিহরপাড়া থানার খিদিরপুর বালুর মাঠ পড়াতে ভৈরব নদীতে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় । এই নৌকা বাইচ উপলক্ষে গ্রামে মেলা বসে। এক সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক দূর থেকে নৌকা নিয়ে বহু মানুষ আসে । আশপাশের বহু গ্রামের মানুষের নদীর দু’পাড়ে নৌকা বাইচ দেখতে ভিড় জমায় । গ্রামের ঐতিহ্য বজায় রাখতে তাঁরাই মূলত এই বাইচে অংশগ্রহণ করেন ।
advertisement

আরও পড়ুন: কৃষ্ণনগরে যুবতী মৃত্যুতে বিরাট রহস্য! ধর্ষণের পরে খুন করেছে প্রেমিকই? আটক ৩

মুলত প্রাচীন প্রতিযোগিতা হল নৌকা বাইচ। নৌকাবাইচ হল নদীতে নৌকা চালনার প্রতিযোগিতা। তবে এখানে দাঁড় টানার কসরত ও নৌকা চালনার কৌশল দ্বারা বিজয় লাভের লক্ষ্যে আমোদ-প্রমোদমূলক প্রতিযোগিতা বোঝায়। একদল মাঝি নিয়ে একেকটি দল গঠিত হয়। এমন অনেকগুলো দলের মধ্যে নৌকা দৌড় বা নৌকা চালনা প্রতিযোগিতাই হল নৌকা বাইচ।

advertisement

আরও পড়ুন:  ইলিশ আসার কথা থাকলেও তেমন ইলিশ আসেইনি বাংলাদেশ থেকে! কতটা পদ্মার ইলিশ ভারতে এল?

View More

ক্লাবের সদস্যরা জানান, এই এলাকায় ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ নেই, এই এলাকা নদী কেন্দ্রিক এলাকা তাই আমরা নদীতে জল কমার সঙ্গে সঙ্গে ডিঙি বাইচের প্রতিযোগিতা করে এলাকার মানুষজনদের মনোরঞ্জন দেওয়া হয়। আজকের এই প্রতিযোগিতায় নদীকেন্দ্রিক এলাকার ছোট, বড় ও ডিঙি নৌকা নিয়ে বিভিন্ন প্রতিযোগী তারা অংশগ্রহণ করে।

advertisement

এই খেলায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদেরকে ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই ধারে ভিড় জমিয়ে ছিল এলাকার মানুষজনেরা।

নৌকা বাইচ দেখতে নদীর দুপাড়ে, আশপাশের বাড়ির ছাদ, গাছের ডালে, ব্রিজের রেলিংয়ে উঠে হাজারো মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Boat Race: নেই খেলার মাঠ! জল ঘেরা এলাকায় আনন্দ দেয় নৌকা নিয়ে বাইচ প্রতিযোগিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল