TRENDING:

Hooghly News: সামান্য ভুলেই মৃত্যুমুখে গৃহকর্ত্রী! সাবধান হন আপনিও! না হলেই ঘটতে পারে বড় বিপদ

Last Updated:

Hooghly News: একটি বাড়ির দোতলায় আজ সকালে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দ পেয়ে ছুটে আসেন প্রতিবেশী স্থানীয় লোকজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: সকালবেলা ঘুম থেকে উঠে খালি সুইচ টিপেছিলেন আলো জ্বালানোর জন্য। তারপরেই বিকট শব্দের বিস্ফোরণ! কেঁপে উঠেছে গোটা এলাকা! শব্দ পেয়ে ছুটে আসেন এলাকার অন্যান্য প্রতিবেশীরা! ঘটনাটি চন্দননগর ফটকগোড়া এলাকার। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই বাড়ির মহিলা রানু রায়। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।
সুইচ বোর্ডের ছবি
সুইচ বোর্ডের ছবি
advertisement

স্থানীয় সূত্রে খবর, একটি বাড়ির দোতলায় আজ সকালে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দ পেয়ে ছুটে আসেন প্রতিবেশী স্থানীয় লোকজন। তাঁরা দেখেন বাড়ির প্রৌঢ়া আগুনে ঝলসে গিয়েছেন। রান্না ঘরের দরজা জানালা সব ভেঙে গিয়েছে। দেওয়ালের সুইচবোর্ড তার থেকে ঝুলছে।তড়িঘড়ি আহতকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বার্ন ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

advertisement

ওই বাড়ির বাসিন্দা মিঠু রায় বলেন, আমার বড় জা রানু রায় রান্নাঘরে ঢুকে লাইট জ্বালানোর জন্য সুইচ দিতেই বিস্ফোরণ হয়। চারটে দরজা দুটো জানালা ভেঙে যায়। জায়ের শরীর ঝলসে যায়।

View More

প্রতিবেশীদের অনুমান, শুক্রবারই নতুন গ্যাস সিলিন্ডার দিয়ে দিয়ে গিয়েছিল। হয়তো ভাল করে রেগুলেটর বন্ধ করা হয়নি। সেখান থেকে গ্যাস লিক করে। রাতে দরজা-জানালা বন্ধ ছিল। সকালে বোর্ডের সুইচ দিতেই ফেটে যায়। যদিও গ্যাস সিলিন্ডারটি অক্ষত থাকে। সারা রাত গ্যাস লিক করে ঘর জতুগৃহ হয়েছিল। তাতে ইলেকট্রিক বোর্ডের সুইচ দিতেই একটা ছোট্টো ফুলকিতে এত বড় কাণ্ড ঘটে যায় বলে অনুমান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফিল্মি কায়দায় অস্ত্র ঠেকিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গেল যুবক! পরের ঘটনা জানুন
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সামান্য ভুলেই মৃত্যুমুখে গৃহকর্ত্রী! সাবধান হন আপনিও! না হলেই ঘটতে পারে বড় বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল