জানা গিয়েছে বীরভূমের রামপুরহাটের ৯ নম্বর ওয়ার্ডের ৮৬ বছর বয়সী জামনাতোরা নামে এক বৃদ্ধা প্রথমে করোনা আক্রান্ত হন এবং পরে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন (Corona and black fungus infection birbhum)। ওই বৃদ্ধা রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থাকলেও তার কিডনি এবং ডায়াবেটিস সমস্যা থাকায় চিকিৎসায় সেভাবে সাড়া মিলল না। শনিবার সন্ধ্যায় ওই বৃদ্ধা প্রাণ হারালেন। অন্যদিকে বীরভূমের আরও এক মহিললার শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়েছে। নতুন করে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়া মহিলা হলেন তৃপ্তি দত্ত, যিনি বীরভূমের নলহাটিরই বাসিন্দা। চিকিৎসকদের থেকে জানা গিয়েছে, এই মহিলা প্রথমে করোনা আক্রান্ত হন এবং সুস্থ হয়ে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে হোম আইসোলেশনে থাকাকালীন চোখে মুখে কালো কালো দাগ লক্ষ্য করা যায়। সেই সময় তিনি বহরমপুরে ভর্তি হন এবং সেখান থেকে ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহ হওয়ায় তাকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে। পরীক্ষার পর জানা যায় ওই মহিলার ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। বর্তমানে তাঁর কলকাতা মেডিকেল কলেজেই চিকিৎসা চলছে।
advertisement
তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বীরভূমবাসীর মনে (bengal black fungus)। এর আগেও বীরভূমের রামপুরহাট মহকুমাতেই জেলার প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল করোনা আক্রান্তের। যদিও তারা বাইরে থেকে চিকিৎসা করিয়ে বীরভূমে ফেরার পর ধরা পড়ে করোনা। আবারও সেই রামপুরহাট মহকুমাতেই ব্ল্যাক ফাঙ্গাসের খোঁজ পাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বীরভূম জেলার মানুষের মধ্যে৷ আবারও ব্ল্যাক ফাঙ্গাস ছড়িয়ে পড়বে না তো বীরভূম জেলা জুড়ে - এই চিন্তা দেখা দিয়েছে।