TRENDING:

বাঁকুড়ায় বামেদের অনেক পিছনে ফেলে বিজেপি-র উত্থান, জঙ্গলমহলে নজর কাড়া সাফল্য বিজেপির

Last Updated:

২০১১ সালের পর বাঁকুড়া জেলায় যতগুলি নির্বাচন হয়েছে সবকটিতেই বামেরা দ্বিতীয় স্থানে ছিল ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: ২০১১ সালের পর বাঁকুড়া জেলায় যতগুলি নির্বাচন হয়েছে সবকটিতেই বামেরা দ্বিতীয় স্থানে ছিল । এবার বাঁকুড়ায় সেই বামেদের পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি । শুধু দ্বিতীয় স্থানে উঠে আসাই নয় বাঁকুড়ার জঙ্গলমহলের একাধিক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে রীতিমত শাসক দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি ।
advertisement

বাঁকুড়ায় বিজেপি র সংগঠন বরাবরই দুর্বল । তুলনায় বামেদের সংগঠন বেশ কিছুটা পোক্ত ভিতের উপর দাঁড়িয়ে ছিল । গত পঞ্চায়েত নির্বাচনেও ১৯০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৯ টি পঞ্চায়েত ও একটি পঞ্চায়েত সমিতি নিজেদের দখলে রেখেছিল বাম দলগুলি । কিন্তু চলতি পঞ্চায়েত নির্বাচনে এককালের লাল দুর্গ হিসাবে পরিচিত বামেদের ভরাডুবি রীতিমত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে । অন্যদিকে এই পঞ্চায়েত নির্বাচনে দ্বিতীয় শক্তি হিসাবে বিজেপি উঠে আসাকেও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবির ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

গত কয়েকটি নির্বাচনে বাঁকুড়ায় তৃনমুলের গড় হিসাবে গড়ে ওঠা জঙ্গলমহলের রাইপুর , রানীবাঁধ , সিমলাপাল ও সারেঙ্গা ব্লক এলাকায় বেশ কয়েকটি পঞ্চায়েত দখল করার পাশাপাশি ভালো সংখ্যক আসনে জয়ী হয়েছে বিজেপি । বিজেপি র দাবি তৃনমূল মানুষের সঙ্গে প্রতারনা করেছে । আর তা বুঝতে পেরেই মানুষ বিজেপি কে বিকল্প হিসাবে বেছে নিয়েছে । বামেরা অবশ্য বাঁকুড়া জেলায় বিজেপি র উত্থানের পিছনে তৃনমূলেরই হাত দেখছে । বিজেপি র এই উত্থানকে আমল দিতে নারাজ তৃনমূল ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঁকুড়ায় বামেদের অনেক পিছনে ফেলে বিজেপি-র উত্থান, জঙ্গলমহলে নজর কাড়া সাফল্য বিজেপির