আরও পড়ুন - একশো বছরেও ক্ষমতা আসার ইচ্ছে নেই! লোকসভায় কংগ্রেসকে তুলোধনা করলেন মোদি
সোমবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ মেদিনীপুর খড়গপুর পুরসভার বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হল পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে। এদিন রাতে মেদিনীপুরের সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে, দলের জেলা সভাপতি তাপস মিশ্র মেদিনীপুর পৌরসভার ২৫ টি, খড়্গপুর পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেন। মেদিনীপুরে বিজেপি প্রার্থীদের মধ্যে রয়েছে বেশকিছু দলীয় নেতৃত্ব। দলের জেলা সাধারণ সম্পাদক থেকে যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি মেদিনীপুরের প্রার্থী তালিকায়। এছাড়াও খড়্গপুরের প্রার্থী তালিকায় রয়েছে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নাম। দলের জেলা সভাপতি জানান, মেদিনীপুরে ২৫-এ ২৫ এবং খড়্গপুরে ৩৫ টির মধ্যে ৩২ টি আসনে জয়ী হবে বিজেপি।
advertisement
আরও পড়ুন-আজও স্বাভাবিকের নীচেই পারদ, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বদল ঘটার সম্ভাবনা
এ দিকে প্রার্থী পদ নিয়ে অসন্তোষের হাওয়া রাতেই এসে লাগে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। খড়গপুর পুর নির্বাচনে বিজেপি-র কনভেনর তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। সৌমেন দাশ-সহ তাঁদের সমর্থকরা দাবি তুলতে থাকেন, তাঁদের পছন্দের নেতাদের প্রার্থী করতে হবে।