গোটা দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল। এমন দুঃসময়ে সমস্ত নির্বাচনী জনসভা বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সুপ্রিমো টুইট করে জানিয়েছেন, শেষ দুদফার নির্বাচনের আগে ভার্চুয়াল মাধ্যমে প্রচার সারবেন তিনি৷ ভার্চুয়াল সভার সময়সূচি পরে দলের তরফে জানানো হবে বলেও উল্লেখ করেছেন তিনি। একইদিনে দিলীপ ঘোষের খেলা শেষ লেখা টুইট। বিজেপির রাজ্য নেতৃত্বের কথায়, হাবে-ভাবে বারবারই বাংলায় ক্ষমতায় আসার ইঙ্গিত মিলছে। বিজেপির নেতা-মন্ত্রীরা বাংলায় আসল পরিবর্তনের ব্যাপারে আত্মবিশ্বাসী। বিধানসভা নির্বাচন শুরুর আগে থেকেই দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, রাহুল সিনহাদের প্রত্যয়ী কথাবার্তা শোনা গিয়েছে। নির্বাচন গড়ানোর সঙ্গে সঙ্গে সেই প্রত্যয় আরও দৃঢ় হয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যে দুদফা নির্বাচন বাকি থাকা সত্ত্বেও ফের স্টেপ-আউট করে খেললেন দিলীপ ঘোষ।
advertisement
দিলীপ ঘোষের এমন অতর্কিত টুইটের পর তাঁকে অবশ্য কটাক্ষও হজম করতে হল। আবার 'আসল পরিবর্তন-এর পক্ষে থাকা অনেকের থেকে ভার্চুয়ালি সমর্থনও কুড়িয়ে নিলেন বিজেপির রাজ্য সভাপতি। তবে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ওয়াকিবহাল অনেকে আবার প্রশ্নও ছুঁড়লেন, দুদফা নির্বাচন বাকি থাকতে কী করে তিনি এত বড় দাবি করতে পারেন! অনেকে আবার উল্লেখ করে দিলেন, ইনজুরি টাইম-এর খেলা এখনও বাকি। খেলা শেষের বাঁশি তো এখানে বাজানোর কথা বাংলার জনগণের। তাই না?