এদিকে, বেপরোয়া গতিতে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত ১৪ বছর বয়সী এক কিশোর। ঘটনার প্রতিবাদে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। বুধবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়। জানা গিয়েছে, আহত কিশোরের নাম আদিত্য বসাক (১৪)। বাড়ি ঠেঙ্গাপাড়া জালালপুর এলাকায়।
আরও পড়ুন: এবার কি মুখ্যমন্ত্রী হবেন প্রশান্ত কিশোর? জল্পনা ছড়াতেই বিস্ফোরক মন্তব্য পিকে-র!
advertisement
স্থানীয় সূত্রে খবর, এদিন নীলডাঙ্গা থেকে সাইকেলে চেপে মহারাজপুবের দিকে আসছিল ওই কিশোর। সেই সময় বুনিয়াদপুরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা মারে কিশোরের সাইকেলে। যার জেরে ঘটনাস্থলে গুরুতর আহত হয় কিশোর। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি কিশোরকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
এদিকে এই ঘটনার প্রতিবাদে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। ফলে বন্ধ হয়ে যায় ৫১২ নম্বর জাতীয় সড়কের যান চলাচল। পরে গঙ্গারামপুর থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি আটক করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।