একটি ক্লাবের খেলার উদ্বোধনে এসে দুই বর্ষীয়ান বিরোধী নেতার সৌজন্য উপভোগ করল জেলার মানুষ। এ নিয়ে রাজনীতি হলেও সৌজন্যতাকেই প্রাধান্য দিচ্ছেন তাঁরা। রাজনৈতিক মত পার্থক্য থাকলেও দু’জনেই অতিথি এবং সেখানেই সৌজন্য খুঁজে পেয়েছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
আরও পড়ুনঃ দিঘায় এবারে বিরাট চমক! বেড়ানোর মজা বাড়ছে কয়েকগুণ, সৌজন্যে ভারতীয় রেল! কী হচ্ছে জানেন?
advertisement
পশ্চিম মেদিনীপুরের একটি ক্লাবের ক্রিকেট খেলার মঞ্চে, একই মঞ্চে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ও বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলার উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল তন্ময় ভট্টাচার্য ও দিলীপ ঘোষকে। এখানেই থেমে নেই গোটা ঘটনাক্রম। মাঠে একে অপরকে ব্যাট হাতেও দেখলেন উপস্থিত স্থানীয়রা। কখনও দিলীপ ঘোষ ব্যাটিং করছেন তো, কখনও তন্ময়। আবার বর্ষীয়ান সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য ব্যাটিং করলে, সেখানে কিপিং করলেন দিলীপ ঘোষ।
এদিন ক্রিকেট খেলার উদ্বোধনে নিজেরাই রাজনীতির বাইরে এসে খেলোয়াড় হিসেবে সকলের সামনে নিজেদের উপস্থাপিত করেছেন। তবে এখানেই তারা খুঁজে পেয়েছেন সৌজন্যের রাজনীতি। যখন রাজনীতিতে একে অপরের প্রতি লাগাতার আক্রমণ কটুক্তি চলে, সেখানে দুই বর্ষীয়ান নেতার ক্রিকেট খেলা রাজনীতিতে এক নতুন দিশা দেখায়। তবে এদিন দু-জন নেতাকে একই মঞ্চে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারাও তাদের প্রতিক্রিয়া দেন। তবে দিলীপ ঘোষ কিংবা তন্ময় ভট্টাচার্য একে অপরের ভূয়সী প্রশংসা করেন।
রঞ্জন চন্দ