দেশজুড়ে চলছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ৷ রবিবার সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের একাধিক জায়গায় ৷ উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের ময়নাতেও ৷ নোনাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ে, ১৪১ নম্বর বুথে বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ অবশ্য, বিজেপির অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলে রাজ্যের শাসক দলও ৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা বাঁশ, লাঠি নিয়ে তাদের কর্মীদের মারধর করেছে ৷ দু’পক্ষের ধস্তাধস্তিতে আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী ৷
advertisement
অন্য ভিডিও দেখুন--ভোটের দিন কখনও কোলে বাচ্চা , কখনও ভক্তদের সঙ্গে হাত মেলানো, ঘাটালে বিন্দাস মুডে দেব
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2019 4:12 PM IST