জানা যায়, কালিয়াগঞ্জ জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পে পুকুর কাটতে গিয়ে উদ্ধার হল একটি বিষ্ণু মূর্তি। স্থানীয় মানুষজন মূর্তিটিকে মন্দিরে রেখে পুজো শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত কয়েকদিন দাসিয়া গ্রামে ১০০ দিনের প্রকল্পে পুকুর খননের কাজ চলছিল। গ্রামবাসীরা বৃহস্পতিবার পুকুর কাটতে গেলে মাটির সঙ্গে উঠে আসে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি। গ্রামবাসীরা মূর্তিটিকে স্থানীয় দুর্গা মন্দিরে প্রতিষ্ঠা করেন। শুরু হয় পূজো!
advertisement
স্থানীয় বাসিন্দা মানিক দেবশর্মার ভাষায়, '' বিষ্ণু মূর্তি আমরা দুর্গা মন্দিরে রেখেই পুজো করব!'' আরেক বাসিন্দা, ইতিহাসের প্রাক্তন শিক্ষক বৃন্দাবন ঘোষ জানিয়েছেন,হাজার বছর আগে ইটাহার থানার জয়হাট অঞ্চলের আমিতি গ্রামের শিল্পীরা রাজমহল পাহাড়ের পাথর কেটে বিভিন্ন ধরনের মূর্তি তৈরী করে বিভন্ন জায়গায় বিক্রি করতেন। বখতিয়ার খলজির আমলে সেই মূর্তিগুলি ভেঙে পুকুরের ফেলে দেওয়া হয়েছিল। হয়তো মাটি কাটার সময় সেরকমই কোনও মূর্দিতি পেয়েছেন গ্রামবাসীরা।
Uttam Paul
