TRENDING:

Ramkinkar Baij: বড়মাপের শিল্পী, চিনতে-বুঝতে পারেন নি এলাকার মানুষেরাই! বাঁকুড়া গেলে একবার ঢুঁ মেরে আসুন এই বাড়িতে

Last Updated:

বাঁকুড়া শহরের ঐতিহাসিক বাড়ি, যে বাড়ির বাসিন্দা বিখ্যাত করেছে জেলাকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বাঁকুড়া শহরে রামকিঙ্কর বেইজের বাড়ি। কে ছিলেন রামকিঙ্কর বেইজ, সেটা জেনে নেওয়া যাক। বাঁকুড়া শহরের যুগিপাড়ায় রামকিঙ্কর ছিলেন এক জীবন শিল্পী। শিল্পের সাধক ছিলেন রামকিঙ্কর। তিনি হলেন আধুনিক ভারতীয় ভাস্কর্য শিল্পের রূপকার। চিত্রকলার এক পরিপূর্ণ দেবতা। কেউ ক্ষ্যাপা বাউল বলে ডাকেন, আবার কারো চোখে তিনি একজন বিতর্কিত চরিত্র। আসলে তিনি হলেন এক অপার বিস্ময়। তিনি হলেন এক অসীম চর্চা। আকন্ঠ সুরা পান করে, এক অনন্য মানব স্বত্বা জন্ম দিতে পারতেন রামকিঙ্কর বেইজ। সেই স্বত্বাই তাঁকে নিয়ে যেত স্বপ্নের কল্পলোকে।
advertisement

রামকিঙ্করের জন্মভিটে পড়ে রয়েছে নিভৃতে। আজও সেই বাড়িতে রয়েছে প্রাণের সঞ্চার। রামকিঙ্কর বেইজের সৃষ্টি করা যে শিল্পগুলি রয়েছে সেগুলি বাড়িতে গেলে দেখা যাবে চাক্ষুষ। বেশিরভাগই রয়েছে শান্তিনিকেতনে। বাড়িটা দেখলে মনে হবে না যে এত বড় মাপের একজন শিল্পীর পৈত্রিক বাড়ি এটি। আটপৌরে ভাঙাচোরা, তবে হেরিটেজ কমিশনের তরফ থেকে বসানো হয়েছে একটি ফলক।

advertisement

আরও পড়ুন: বিদঘুটে ঘোড়ার মত চেহারা, দাপিয়ে বেড়াচ্ছে বাঁকুড়া! এলাকার জুড়ে এখন শুধুই কৌতূহল

ইতিহাস গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “বাঁকুড়ার মানুষই রামকিঙ্করকে চিনতে পারল না। সেটাই সবচেয়ে দুঃখজনক। এত বড় মাপের একজন মানুষ। ১৯২৫ খ্রিস্টাব্দে নন্দলালের ছাত্র হয়ে রামকিঙ্কর ঢুকলেন শান্তিনিকেতনের কলাভবনে, সেখানে থাকলেন একটানা ৪৬ বছর। অবসর নেন ভাস্কর্য বিভাগের প্রধান হয়ে। রামকিঙ্করের ভাস্কর্যগুলি আকৃতিতে বেশ বড়।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তিনি চোখের সামনে যা দেখেন তাই হয় মডেল। তার উল্লেখযোগ্য ভাস্কর্য হল সাঁওতাল রমণী, সাঁওতাল পরিবার, গান্ধীজি ইত্যাদি। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বানিয়েছিলেন। তাকে ভারতীয় শিল্পে আধুনিকতার জনক ও অন্যতম শ্রেষ্ঠ শিল্পী মনে করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের নীরব সাক্ষী বর্ধমানের এই দিঘি..! কৃষ্ণসায়রের 'অজানা' ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ramkinkar Baij: বড়মাপের শিল্পী, চিনতে-বুঝতে পারেন নি এলাকার মানুষেরাই! বাঁকুড়া গেলে একবার ঢুঁ মেরে আসুন এই বাড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল