গ্রাম আর স্কুলের মাঝে ব্যস্ত রাস্তা। স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনাও লেগেই থাকত। তাই স্কুলে ছেলেমেয়েদের পাঠাতেন না অভিভাবকরা। বীরভূমের পাড়ুইয়ে ড্রপআউট রুখতে এগিয়ে এসেছিল পুলিশ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই চলছিল ১০৫ জন পড়ুয়ার পড়াশোনা। জমি জটে আটকে ছিল স্কুল তৈরির কাজ। সে খবরই সম্প্রচার করি আমরা। খবর সম্প্রচারের চব্বিশ ঘণ্টার মধ্যেই কেটে গেল স্কুলে জমি জট।
advertisement
স্কুলে জমি জট কাটায় খুশি গ্রামবাসীরা। নিউজ18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধানও।
আপাতত সিভিক ভলানটিয়ার দিয়ে ক্লাস নেওয়া হলেও, শীঘ্রই স্কুলে স্থায়ী শিক্ষক নিয়োগ হবে বলে আশাবাদী গ্রামবাসীরা।
শীঘ্রই স্কুলের জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন ভূমি সংস্কার দফতরের আধিকারিক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2019 8:00 PM IST