TRENDING:

জমি হস্তান্তরে দেরির জেরে বিপত্তি প্রাথমিক স্কুলের নির্মাণকাজ আটকেছিল

Last Updated:

নিউজ18 বাংলার খবরের জের। চার বছর ধরে আটকে থাকা স্কুলের জমি জট কাটল চব্বিশ ঘণ্টায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: নিউজ18 বাংলার খবরের জের। চার বছর ধরে আটকে থাকা স্কুলের জমি জট কাটল চব্বিশ ঘণ্টায়। বীরভূমের বাঁধেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের জন্য জমি হস্তান্তরে উদ্যোগ নিল প্রশাসন। খুশি গ্রামবাসীরা।
advertisement

গ্রাম আর স্কুলের মাঝে ব্যস্ত রাস্তা। স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনাও লেগেই থাকত। তাই স্কুলে ছেলেমেয়েদের পাঠাতেন না অভিভাবকরা। বীরভূমের পাড়ুইয়ে ড্রপআউট রুখতে এগিয়ে এসেছিল পুলিশ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই চলছিল ১০৫ জন পড়ুয়ার পড়াশোনা। জমি জটে আটকে ছিল স্কুল তৈরির কাজ। সে খবরই সম্প্রচার করি আমরা। খবর সম্প্রচারের চব্বিশ ঘণ্টার মধ্যেই কেটে গেল স্কুলে জমি জট।

advertisement

স্কুলে জমি জট কাটায় খুশি গ্রামবাসীরা। নিউজ18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধানও।

আপাতত সিভিক ভলানটিয়ার দিয়ে ক্লাস নেওয়া হলেও, শীঘ্রই স্কুলে স্থায়ী শিক্ষক নিয়োগ হবে বলে আশাবাদী গ্রামবাসীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

শীঘ্রই স্কুলের জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন ভূমি সংস্কার দফতরের আধিকারিক।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জমি হস্তান্তরে দেরির জেরে বিপত্তি প্রাথমিক স্কুলের নির্মাণকাজ আটকেছিল