দীর্ঘদিনের অবহেলা, মেরামতির অভাব আর বর্ষার দাপটে দিশেহারা তিলপাড়া ব্যারাজ। এমন পরিস্থিতিতেই জোর কদমে চলছে মেরামতির কাজ, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে লাগাতার বর্ষণ ও ঝাড়খণ্ড থেকে আসা অতিরিক্ত জল। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এই অবস্থায় আদৌ কি সম্পূর্ণ মেরামতি সম্ভব?
আরও পড়ুন: ‘আজই এফআইআর করুন!’ আসানসোল পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক কলকাতা হাইকোর্ট! যা ঘটল, তুমুল শোরগোল বাংলায়
advertisement
জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানিয়েছেন, ‘‘ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। ইঞ্জিনিয়াররা কাজ করছেন। ফাটল মেরামতের চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুত সমাধান হবে।’’ কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। প্রবল বৃষ্টি, নদীর জলস্তর বৃদ্ধি এবং অসমাপ্ত নির্মাণের মধ্যে দিয়ে হাঁটছে এই ব্যারাজ। নির্মাণ কাজ চালিয়ে যাওয়া এখন একপ্রকার অসম্ভব। অথচ তিলপাড়া ব্যারাজ ভেঙে পড়লে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
—- সুদীপ্ত গড়াই





