TRENDING:

Birbhum News: ৯০ বছরেও থামেননি, পদ্মশ্রী প্রাপ্ত লোকশিল্পী রতন কাহারের 'টহল' গানের সুরে আজও ঘুম ভাঙে সিউড়িবাসীর

Last Updated:

Birbhum News: আধুনিক জীবনের কোলাহলে অনেক প্রাচীন সংস্কৃতি হারিয়ে গেলেও সিউড়ির মানুষকে আজও ভোরে জাগিয়ে তোলেন এক প্রবীণ সুরসাধক পদ্মশ্রী প্রাপ্ত লোকশিল্পী রতন কাহার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: আধুনিক জীবনের কোলাহলে অনেক প্রাচীন সংস্কৃতি হারিয়ে গেলেও সিউড়ির মানুষকে আজও ভোরে জাগিয়ে তোলেন এক প্রবীণ সুরসাধক পদ্মশ্রী প্রাপ্ত লোকশিল্পী রতন কাহার। বয়স প্রায় ৯০ ছুঁইছুঁই, তবু তার কণ্ঠের মাধুর্য আর খঞ্জনির টুংটাং শব্দ ভোরের নিস্তব্ধতাকে আজও ভেঙে দেয়। সারা কার্তিক মাস জুড়ে সিউড়ি শহরের অলিগলিতে প্রতিদিনই শোনা যায় তাঁর ‘টহল গান’, যার আরেক নাম  ‘ভোরাই’। ধুতি পরে, খালি পায়ে, মাথায় পাগড়ি জড়িয়ে, তিলক কেটে, গায়ে উত্তরীয় ফেলে রতন কাহার ভোরে বেরিয়ে পড়েন সিউড়ির পথে। হাতে খঞ্জনি, মুখে কৃষ্ণনাম-ভৈরবী সুর এই দৃশ্য বহু দশক ধরে সিউড়িবাসীর অনুভূতির অংশ।
advertisement

স্থানীয়রা বলছেন, ‘বয়স বাড়লেও রতনের স্বভাব যায়নি। এখনও ভোরবেলা লাল মাটির রাস্তায় হেঁটে বেড়ান তিনি। তাঁর টহল না শুনলে সিউড়ির সকালই অসম্পূর্ণ।’ দীর্ঘদিনের শিল্পীজীবনে বহু পুরস্কার পেয়েছেন রতন কাহার। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, তথ্য-সংস্কৃতি দফতর-সহ বিভিন্ন সংস্থা তাঁকে সম্মান জানিয়েছে। কয়েক বছর আগে পেয়েছেন দেশের অন্যতম বড় সম্মান পদ্মশ্রী।

আরও পড়ুন-নভেম্বরেই লাগবে ‘জ্যাকপট’…! বিরল কাকতালীয় যোগে ৩ রাশির ধন-সম্পদের ফোয়ারা, খুলবে পোড়া কপাল

advertisement

গানের জগতে রতন কাহারের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে তাঁর লেখা বিখ্যাত গান ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’। ১৯৭২ সালে গানটি লিখেছিলেন তিনি। প্রথম গেয়েছিলেন স্বপ্না চৌধুরী। সম্প্রতি বলিউড র‍্যাপার বাদশাহ তাঁর ‘লাল গেন্দা ফুল’ গানে এই পংক্তি ব্যবহার করায় নতুন করে বিতর্ক তৈরি হয়, আর দেশজুড়ে আবার শোনা যায় রতন কাহারের নাম।

advertisement

আরও পড়ুন-মার্গশীর্ষ অমাবস্যায় চরম বিপদ মিথুন -সহ ৪ রাশির, বিপুল আর্থিক ক্ষতি, দুর্ঘটনার সম্ভাবনা, চাকরিজীবীরা সাবধান!

লোকশিল্পীর ভাষায়, ‘কার্তিক মাস ধর্ম মাস। মহাপ্রভু চৈতন্য কলিযুগে এসে হরিনাম দিয়ে সকলকে জাগিয়ে তুলেছিলেন। সেই স্মৃতি বাঁচিয়ে রাখতেই আমি এত বছর ধরে টহল করি। আমার একটা অভ্যাস হয়ে গেছে।’ তিনি জানান, ১৯৭৩ সাল থেকে নিয়মিত টহল গান করে আসছেন। সংসার করার বছর থেকেই এই প্রভাত ফেরি যাত্রা তাঁর নিত্যকর্মে পরিণত হয়। বয়সের ভারে আর আগের মতো সিউড়ির সব প্রান্তে ঘুরতে পারেন না রতন কাহার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১২০টি পথকুকুরের অভিভাবক বাঁকুড়ার ব্যবসায়ী, অবলাদের সেবাই যুবকের পরম ধর্ম
আরও দেখুন

আক্ষেপের সুরে বলেন, ‘আগে বড় বাগান, পুলিশ লাইন, মাঠ-ঘাট সব জায়গায় টহল দিতাম। এখন আর পারি না। শরীর চলছে না। খুব ধীরে হাঁটতে পারি। তবুও আলো পাই বলেই যাই। যতদিন পারব, ততদিনই করব।’

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ৯০ বছরেও থামেননি, পদ্মশ্রী প্রাপ্ত লোকশিল্পী রতন কাহারের 'টহল' গানের সুরে আজও ঘুম ভাঙে সিউড়িবাসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল