আগামীকাল যশপুর পঞ্চায়েতের সালুঞ্চি গ্রামে মিলন মেলায় আসছেন কাজল শেখ । তাঁর আসার ২৪ ঘণ্টা আগেই দলীয় অঞ্চল সভাপতির বিরূদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোষ্টার পড়ল এলাকায় । এই পোষ্টারে শুধু অঞ্চল সভাপতির বিরূদ্ধে অভিযোগ নয়, যশপুর পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান পরিমল সৌ এর বিরূদ্ধেও লেখা রয়েছে । এখানে লেখা আছে , ‘ কোনও আলোচনা ছাড়াই অঞ্চল সভাপতি রাজার রাজত্বে এগিয়ে চলছে । মাত্র দু’জন মিলে পঞ্চায়েত চালাচ্ছে । এটার কি কোনও তদন্ত হবে না??? ‘
advertisement
আরও পড়ুন- এই বিশেষ ধাতুর গণেশ বাড়িতে আনলেই দূর হবে অভাব-অনটন! রাতারাতি বড়লোক হবেন
আরও পড়ুন- দুঃসংবাদ! ছেড়ে চলে গেল আদরের বোন, প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক
অঞ্চল সভাপতি কাঞ্চন এর নাম করে আরও লেখা রয়েছে , ‘ একজন মারুতি ড্রাইভার হয়ে ৮ বছরে গাড়ি, বাড়ি, জমি, জায়গা, খাস জমি নিজের নামে করা, আম বাগান কী করে হয় ? শুধুমাত্র স্বজন পোষণের জন্য দলের সংগঠন যে আপনার জন্য শেষ হয়ে যাচ্ছে সেটা কী আপনার দূর্বলতা নয়?? তাছাড়াও জিও ফাইবারের ১০ লক্ষ টাকা, জি টাওয়ারের কমিশন তাঁদের পকেটে ঢুকছে এটা কী পঞ্চায়েত বুঝছে না ? ‘ যশপুর পঞ্চায়েতের উপ প্রধান পরিমল সৌ জানান , ” আমি এইমাত্র শুনলাম , এখনও দেখিনি । এটা দুষ্কৃতীদের কাজ আছে । দলের উপর নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে । এবার এই বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে । “