বীরভূমের পাড়ুই থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত বল্লভপুর ব্রিজের পাশেই একটি চায়ের দোকানে সন্দেহজনকভাবে দুজন ব্যক্তি অপেক্ষা করছিল বেশ কিছুক্ষণ ধরে । তারপরই তাদের লক্ষ্য করতেই বোঝা যায় কোনো এক বিশেষ ব্যক্তির উদ্দেশ্যে তাদের এই অপেক্ষা । এরপরই পাড়ুই থানার পুলিশ খবর পায় গোপনসূত্রে৷ সেই খবর পেয়ে ওই এলাকার পুলিশের টহলদারি ভ্যানকে বিষয়টি দেখার জন্য জানায় ।
advertisement
টহলদারি চালানোর পরই বোঝা যায় চা খেতে চায়ের দোকানে দাঁড়িয়ে ছিল দুই ব্যক্তি এমনটা নয় , তারা অপেক্ষা করছিলো খুনের উদ্দেশ্যে । তারপরই পুলিশের সন্দেহ সঠিক হতেই ওই এলাকা থেকেই গ্রেফতার করা হয় দু-জন দুষ্কৃতীকে । ওই দুষ্কৃতীদের কাছ থেকেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র , ছয় রাউন্ড গুলি সহ একটি ধারালো অস্ত্র ।
আরও পড়ুন - Paschim Medinipur: বীভৎস বিস্ফোরণ, দাঁতনে ভেঙে উড়ে গেল বাড়ির একটা অংশ, তারপর...
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দুই দুষ্কৃতীদের মধ্যে একজনের নাম নাম মিঠুন মেহেনা , তার বয়স ৩৪ বছর ও ওপর ব্যক্তির নাম রাজিবর সেখ , তার বয়স ৩০ বছর , বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়াতে।
আরও পড়ুন - ISC Result: PUBG খেলেও টপার হওয়া যায় প্রমাণ করল জলপাইগুড়ির স্বয়ম
এমনকি এটাও জানা যায় ওই এলাকার তৃণমূল নেতাকে খুনের ছক করেছিলো ওই দুই দুস্কৃতি । তবে তাদের সাজানো পরিকল্পনা সফল হওয়ার আগেই চায়ের দোকান থেকে ধরে ফেলে পাড়ুই থানার পুলিশ । এই ঘটনার পর স্বাভাবিকভাবেই দারুন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । তবে কারা করেছিলো এই ছক , কেনোই বা করা হয়েছিলো এই খুনের পরিকল্পনা , এই পরিকল্পনায় যুক্ত রয়েছে কতজন সবটাই খতিয়ে দেখছে পাড়ুই থানার পুলিশ । গ্রেপ্তার দুষ্কৃতীদের সিউড়ি আদালতে তোলা হবে আজ ।
Supratim Das