TRENDING:

পুলিশ যখন পাল্টে দিল জীবন, বিমার টাকা পেয়ে আনন্দে ভাসছে মহম্মদ বাজারের মামনি

Last Updated:

ম্যাচিউরিটি হওয়ার পরে অ্যাকাউন্টের একটি নম্বর ভুল হওয়ায় তার ৮০,৬৮০ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: পুলিশের উদ্যোগে টাকা ফিরে পেলেন বীরভূমের মহম্মদ বাজার থানার অন্তর্গত কেওট পাড়ার এক মহিলা। বিমার টাকা ফিরে পেয়ে খুশি মামনি। বীরভূমের মহম্মদ বাজারের কেওট পাড়ার বাসিন্দা মামনি মণ্ডল গড়াই। গত মাসের ২৮ তারিখ তাঁর বিমা ম্যাচিউর হয়। তবে ম্যাচিউরিটি হওয়ার পরে অ্যাকাউন্টের একটি নম্বর ভুল হওয়ায় তার ৮০,৬৮০ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। ম্যাচিউর হওয়ার কয়েক দিন পরে অ্যাকাউন্টে চেক করতে গিয়ে জানা যায় তার অ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি।
বিমার টাকা পেয়ে আনন্দে ভাসছে মহম্মদ বাজারের মামনি
বিমার টাকা পেয়ে আনন্দে ভাসছে মহম্মদ বাজারের মামনি
advertisement

তারপরই খোঁজ নেওয়া হয় বিমা অফিসে। বিমা অফিসে খোঁজ নিলে আসল ভুল বোঝা যায়। অ্যাকাউন্টের একটি নম্বর ভুল দেওয়ায় ঘটে এমন বিপত্তি। তারপরই মামনি দ্বারস্থ হন মহম্মদ বাজার থানায়। তারপরই শুরু হয় তদন্ত। ওই অ্যাকাউন্টে নম্বরটি কার নামে রয়েছে পুলিশ তা প্রশাসনের উদ্যোগে খোঁজ করেন। পুলিশ জানতে পারেন ওই ব্লকেরই বাটের বাঁধ গ্রামের বাসিন্দা লুফা বিবি নামে এক মহিলার নামে রয়েছে ওই অ্যাকাউন্ট।

advertisement

আরও পড়ুন: বন্ধুর জন্মদিন থেকে ফেরার পথে মৃত্যু! বেহালা দেখল মেদিনীপুরের তরুণীর মর্মান্তিক পরিণতি

আরও পড়ুন: অবশেষে পৌরসভার পানীয় জল পৌঁছল শতাব্দী প্রাচীন মজিলপুরের দত্তবাড়িতে

তারপরই পুলিশ খুঁজে বের করেন লুফা বিবি নামে ওই মহিলাকে। জিজ্ঞাসাবাদের জন্য মহম্মদ বাজার থানায় ডাকা হয় তাঁকে। তবে জিজ্ঞাসাবাদের প্রথমে ওই টাকার কথা স্বীকার করতে না চাইলেও পরে লুফা বিবি জানান , 'ওই টাকা তুলে খরচ করে ফেলেছেন তিনি। পরবর্তীতে তাঁর ছেলের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা হয় টাকা ফেরতের। বিমার টাকা ফিরে পেয়ে খুশি মামনি।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

মামনি বলেন, 'এটাই আমার একমাত্র সম্বল। যে দিন জানতে পারলাম ভুল অ্যাকাউন্টে চলে গিয়েছে , সে দিন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমি মহম্মদ বাজার থানায় এসে থানার বড় বাবুকে সমস্ত বিষয়টি জানাই। তারপরই বড় বাবুর সহযোগিতায় ২৪ দিন পর ফেরত পেলাম টাকা।'

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশ যখন পাল্টে দিল জীবন, বিমার টাকা পেয়ে আনন্দে ভাসছে মহম্মদ বাজারের মামনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল