জানা যাচ্ছে, গতকাল রাতে রামনগর হটিনগর রাস্তা দিয়ে ‘পুলিশ’ লেখা গাড়িতে করে যাচ্ছিলেন ৫ জন। পুলিশের সন্দেহ হলে গাড়িটি প্রথমে আটক করা হয়। গাড়ির ভিতর থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে কথায় অসঙ্গতি মেলে। এরপর ওই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ কারখানায় হঠাৎ হানা দিল…! বাইরে শ্রমিকদের ভিড়, ভিতরে কী চলছে? গাজোলে শোরগোল
advertisement
ওই ৫ দুষ্কৃতীর কাছ থেকে লক্ষাধিক টাকা, লঙ্কার গুঁড়ো, অ্যাসিড জাতীয় লিকুইড, ধারালো অস্ত্র সহ আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান, ‘পুলিশ’ লেখা গাড়ি ব্যবহার করে বড় ধরণের অপরাধ করার উদ্দেশেই এই দুষ্কৃতীরা কোথাও যাচ্ছিলেন। জানা যাচ্ছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের সকলের বাড়ি মালদার মানিকচক এলাকায়। ধৃতদের আজ রামপুরহাট আদালতে পেশ করা হয়।
‘পুলিশ’ লেখা গাড়ি করে দুষ্কৃতীদের চলাচল! গতকাল গভীর রাতে ময়ূরেশ্বর থানার রামনগর হটিনগর এলাকায় এমন ঘটনা ঘটে। পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটি আটক করা হয়। ভিতরে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অসঙ্গতি মেলে। ইতিমধ্যেই ওই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন তাঁদের রামপুরহাট আদালতে পেশ করা হয়।