বোলপুর: বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুরে পাথর খাদানে ধস নেমে মৃত্যু ৫ জন শ্রমিকের। আহত আরও প্রায় ৬ জন। আহতদের কয়েক জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই খাদান থেকে পাথর তোলার কাজ চলছিল। হঠাৎ খাদানের একাংশ ভেঙে ধসে পড়ে। সেই ধসে চাপা পড়েন ৯ জন শ্রমিক। খবর পেয়ে আশপাশের খাদান থেকে শ্রমিকেরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে ধ্বংসস্তূপ থেকে পাঁচ শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। বাকিদের গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় হঠাৎই পাথর খাদানের একাংশে ধস নামে। সেই ধসে পাথর চাপা পড়ে যান খাদানের মধ্যে কর্মরত ৯ জন শ্রমিক। ধস নামার খরব পেয়ে এলাকার অন্যান্য পাথর খাদানের শ্রমিকেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
সেখান থেকে ৫ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৪ জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আর কোনও শ্রমিক পাথরে চাপা পড়ে আছেন কি না, তা সরিয়ে দেখা হচ্ছে।