জানা গিয়েছে, বোলপুর থানার নাহিনা গ্রামের এক মহিলা পেটের যন্ত্রণায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে শনিবার বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, গভীর রাতে ওটি ফাঁকা থাকার সুযোগ নিয়ে এক পুরুষ স্বাস্থ্যকর্মী ওই মহিলা রোগীর সঙ্গে অশালীন আচরণ ও শারীরিক হেনস্থা করেন।
আরও পড়ুনঃ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি! কে এই যুবক? পুলিশ গ্রেফতার করতেই সামনে ‘আসল গল্প’
advertisement
এই ঘটনার পর ওই মহিলা পরিবারকে পুরো বিষয়টি জানালে আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়েন। মুহূর্তে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাঠি-সোটা হাতে বিক্ষোভে সামিল হন রোগীর আত্মীয়রা। তাঁদের দাবি, অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হয় শান্তিনিকেতন থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে গোটা হাসপাতাল চত্বরে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।
এহেন অভিযোগের পর চিকিৎসা পরিষেবার নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালে রোগীর নিরাপত্তা কোথায়? বোলপুরের এই ঘটনা এখন জেলাজুড়ে তীব্র আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।