TRENDING:

Birbhum News: এ এক বিরাট লড়াই, স্বপ্নহীন ভবিষ্যতের দিকে হাঁটছে এক গোটা গ্রাম, কী হবে ভবিষ্যতে?

Last Updated:

Birbhum News: দিনভর আগুনের উত্তাপে পিতল গলছে, অথচ পিতল গড়া হাতগুলোতে জমছে শুধুই হতাশা, উন্নতির আশায় তাকিয়ে শ্রমিকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: দিনভর আগুনের উত্তাপে পিতল গলছে, অথচ পিতল গড়া হাতগুলোতে জমছে শুধুই হতাশা। বীরভূমের ইলামবাজার ব্লকের টিকরবেতা গ্রামের শ্রমিকদের জীবনে যেন আটকে থাকা সময়ের গল্প। সরকারের উদ্যোগে গড়ে ওঠা এই পিতল কারখানাগুলি এখন শুধুই নামমাত্র স্বপ্নের খোলস। বাজারে চাহিদা নেই, আর তাই অমানুষিক পরিশ্রম করেও মিলছে না পর্যাপ্ত পারিশ্রমিক।
advertisement

কাজের সময় নেই নির্দিষ্ট কনও বেঁধে দেওয়া ঘড়ির কাঁটা। সকাল-সন্ধ্যা এক করে তৈরি হচ্ছে পিতলের বাসন, ঘটি-সহ বিভিন্ন আসবাবপত্র। কিন্তু বাজারে দাম নেই। সেই সঙ্গে ন্যায্য মূল্য না পাওয়ায় শ্রমিকরা বলছেন, পরবর্তী প্রজন্ম আর এই পেশায় আসতে চাইবে না। ‘এভাবে চললে হয়তো কয়েক বছর পর টিকরবেতার পিতল শিল্পই হারিয়ে যাবে’, বলছেন অভিজ্ঞ কারিগররা।

advertisement

আরও পড়ুন-ট্রেনের টয়লেটে ঢুকেই শুরু, তারপরই ক্যামেরা অন করে যা দেখাল ‘সুন্দরী’ মেয়েটি…! ছিটকে গেল সকলে, নিমেষে ভাইরাল ‘সেই’ ভিডিও

শুধু কাজের দিকেই নয়, জীবনযাপনের চিত্রটাও একইরকম হতাশাজনক। গ্রামের একমাত্র হাসপাতাল রয়েছে কাগজে-কলমে। বাস্তবে, সাধারণ চোখ পরীক্ষা বা রক্তের রিপোর্ট করানোর জন্যও যেতে হয় শহরের হাসপাতালে। ছোটখাটো রোগ হলও চিকিৎসা মেলে না সঠিকভাবে। বাসিন্দারা জানালেন, ‘হাসপাতাল আছে, ডাক্তার নেই, ওষুধ নেই, চিকিৎসা তো দূরের কথা।’

advertisement

View More

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! রাহুর দুরন্ত চালে কপাল খুলবে ৪ রাশির, লাগবে ‘লটারি’, দু-হাত ভরিয়ে দেবেন পাপী গ্রহ, বাধা-বিপত্তি শেষ!

তবু স্বপ্ন দেখা থেমে নেই। কেউ কেউ এখনও আশা করেন, সরকারের নজর পড়বে তাদের দিকে। আধুনিক যন্ত্রপাতি, প্রশিক্ষণ ও বাজারের সুযোগ পেলে পিতল শিল্প ফিরে পাবে পুরনো জৌলুস। পাশাপাশি চাই উন্নত স্বাস্থ্য পরিষেবাও। স্বপ্ন বাঁচিয়ে রাখতে চাই একটু সহায়তা। সরকারি প্রকল্পের আলো ছড়াক এ গ্রামেও—এই প্রার্থনাই করছে টিকরবেতা।

advertisement

সুদীপ্ত গড়াই

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: এ এক বিরাট লড়াই, স্বপ্নহীন ভবিষ্যতের দিকে হাঁটছে এক গোটা গ্রাম, কী হবে ভবিষ্যতে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল