জানা যাচ্ছে, জখম ব্যবসায়ীর নাম নীলু দত্ত। তিনি নলহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি কাপড়ের পাইকারী ব্যবসায়ী। অভিযুক্ত দোকানদারের নাম রকি পারভেজ। তিনি নলহাটি পোষ্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় কাপড়ের খুচরো ব্যবসায়ী।
advertisement
জানা গিয়েছে, রবিবার দুপুরে বীরভূমের নলহাটি পোষ্ট অফিসের কাছে কাপড় ব্যবসায়ী রকি পারভেজের কাছ থেকে নিজের পাওনা টাকা ফেরত চাইতে গিয়েছিলেন কাপড়ের পাইকারী ব্যবসায়ী নীলু দত্ত। সেই পাওনা টাকা ফেরত চাওয়ায় দু’জনের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় পাশের দোকানে থাকা একটি চাকু হাতে নিয়ে নীলু দত্তের উপর চড়াও হন রকি। নীলু দত্তের পেটের বাঁ দিকে চাকুটি চালিয়ে দেন তিনি।
চাকুর আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নীলু। সঙ্গে সঙ্গে আশেপাশের দোকানদারেরা ছুটে এসে তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। পুলিশ দোকানে থাকা দুই কর্মচারীকে আটক করলেও রকি পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।
