TRENDING:

Birbhum News: পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে বচসা! নলহাটিতে মহাজনের পেটে আচমকা ছুরির কোপ, পলাতক অভিযুক্ত দোকানদার

Last Updated:

Birbhum News: পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে রক্তারক্তি কাণ্ড। প্রকাশ্য দিবালোকে মহাজনের পেটে চাকু মারার অভিযোগ উঠল দোকানদারের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ব্যবসায়ী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নলহাটি, বীরভূম, অক্ষয় ধীবর: পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে রক্তারক্তি কাণ্ড। প্রকাশ্য দিবালোকে মহাজনের পেটে চাকু মারার অভিযোগ উঠল দোকানদারের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন ব্যবসায়ী। তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে।
মহাজনের পেটে চাকু মারার অভিযোগ দোকানদারের বিরুদ্ধে
মহাজনের পেটে চাকু মারার অভিযোগ দোকানদারের বিরুদ্ধে
advertisement

জানা যাচ্ছে, জখম ব্যবসায়ীর নাম নীলু দত্ত। তিনি নলহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি কাপড়ের পাইকারী ব্যবসায়ী। অভিযুক্ত দোকানদারের নাম রকি পারভেজ। তিনি নলহাটি পোষ্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় কাপড়ের খুচরো ব্যবসায়ী।

আরও পড়ুনঃ দুই শতক জমি নিয়ে ২ পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ! শেষমেশ রক্তারক্তি কাণ্ড ইসলামপুরে, চলল ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ

advertisement

জানা গিয়েছে, রবিবার দুপুরে বীরভূমের নলহাটি পোষ্ট অফিসের কাছে কাপড় ব্যবসায়ী রকি পারভেজের কাছ থেকে নিজের পাওনা টাকা ফেরত চাইতে গিয়েছিলেন কাপড়ের পাইকারী ব্যবসায়ী নীলু দত্ত। সেই পাওনা টাকা ফেরত চাওয়ায় দু’জনের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় পাশের দোকানে থাকা একটি চাকু হাতে নিয়ে নীলু দত্তের উপর চড়াও হন রকি। নীলু দত্তের পেটের বাঁ দিকে চাকুটি চালিয়ে দেন তিনি।

advertisement

আরও পড়ুনঃ দোকানে-বাজারে খুব সাবধান! বাড়ছে জাল নোটের হাতবদল! পুলিশের গোপন অভিযানে জাল ৫০০ টাকার নোট-সহ গ্রেফতার ১

সেরা ভিডিও

আরও দেখুন
মুকুটমণিপুরে ভূত? আসল গল্প জানতে পারবেন বড়দিনে, কী ঘটছে জানলে হা হবেন!
আরও দেখুন

চাকুর আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নীলু। সঙ্গে সঙ্গে আশেপাশের দোকানদারেরা ছুটে এসে তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। পুলিশ দোকানে থাকা দুই কর্মচারীকে আটক করলেও রকি পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে বচসা! নলহাটিতে মহাজনের পেটে আচমকা ছুরির কোপ, পলাতক অভিযুক্ত দোকানদার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল