TRENDING:

বীরভূমের পাড়ুইয়ের ছেলে কীভাবে ভারতে জেএমবির প্রধান হয়ে উঠল?

Last Updated:

খাগড়াখড় বিস্ফোরণের মূল চক্রী কওসরকে মুক্ত করার পরিকল্পনা করছে জামাত-ই- মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: খাগড়াখড় বিস্ফোরণের মূল চক্রী কওসরকে জেল থেকে ছিনিয়ে আনার পরিকল্পনা। সেই পরিকল্পনার মাথা ইজাজ আহমেদকে গয়া গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ভারতে জামাত-এ- মুজাহিদিন বাংলাদেশের প্রধান ইজাজ আহমেদ বীরভূমের পাড়ুইয়ের বাসিন্দা। তাঁর কাছে মিলেছে স্যাটেলাইট ফোন, ল্যাপটপ ও বিভিন্ন রাজ্যের ম্যাপ।
advertisement

খাগড়াখড় বিস্ফোরণের মূল চক্রী কওসরকে মুক্ত করার পরিকল্পনা করছে জামাত-ই- মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি। আর সেই ভার ছিল ভারতে সংগঠনের প্রধান ইজাজ আহমেদের ওপর। এসটিএফের অভিযানে গয়ায় গ্রেফতার ইজাজ। তাঁর থেকে মিলেছে স্যাটেলাইট ফোন, বেশ কয়েকটি স্মার্টফোন, ল্যাপটপ ও ম্যাপ সহ প্রচুর নথি।

পাড়ুইয়ের ছেলে ইজাজ।

ইজাজকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করবে এসটিএফ।

advertisement

পাড়ুইয়ের সেই ছেলে কীভাবে ভারতে জেএমবির প্রধান হয়ে উঠল?

এক বছর আগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার হয় কওসর। তারপরই ভারতে জেএমবি'র মাথা হিসাবে জায়গা নেয় ইজাজ। এসটিএফ সূত্রে খবর,

২০০৮ সালে জেএমবিতে যোগ দেয় ইজাজ

বেশ কয়েকবার বাংলাদেশে প্রশিক্ষণ নেয়

দক্ষিণ ভারতে সংগঠন ছড়ানোর দায়িত্ব পায়

জেএমবির প্রধান সালাউদ্দিন সালের ঘনিষ্ঠ হয়ে ওঠে ইজাজ

advertisement

কওসরের সঙ্গে প্রবল বিরোধ শুরু হয়

তবে কওসর গ্রেফতার হওয়ার পর পরিস্থিতি বদলায়। যে ভাবে কোনও কওসরকে ছাড়াতে হবে। জেএমবি প্রধান সালাউদ্দিনের এই নির্দেশের পর তৈরি হয় পরিকল্পনা গয়ায় ঘাঁটি গাড়ে ইজাজ

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

ফেরিওয়ালা হিসাবে কাজ করত ইজাজ ৷ ডাকাতি করে টাকা জোগাড়ের পরিকল্পনা করে ৷ জেএমবির ভারতীয় শাখার প্রধান ইজাজ বীরভূমের ছেলে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বীরভূমের পাড়ুইয়ের ছেলে কীভাবে ভারতে জেএমবির প্রধান হয়ে উঠল?