বিগত বছরের ব্যাপক সাফল্য এবং জনপ্রিয়তার পর চলতি বছরের দ্বিতীয়বারের জন্য দুর্গাপুর উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ৬ ডিসেম্বর থেকে দুর্গাপুর উৎসব শুরু হবে। দুর্গাপুর উৎসব ২০২৩ -র মতো আয়োজনে কোনও খামতি রাখতে চাইছেন না উদ্যোক্তারা। যদিও চলতি বছরে ১৫ দিনের বদলে ১০ দিনের জন্য হবে দুর্গাপুর উৎসব। ঠিক হয়ে গিয়েছে দুর্গাপুর উৎসবের স্থান।
advertisement
গত বছরের মত এবছরও রাজীব গান্ধী স্মারক ময়দান অর্থাৎ চিত্রালয় মেলা মাঠে দুর্গাপুর উৎসবের আয়োজন করা হবে। ৬ ডিসেম্বর থেকে দুর্গাপুর উৎসব শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। চলতি বছরেও শহরবাসী ব্যাপকভাবে এখানে অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করছেন উদ্যোক্তারা। পাশাপাশি প্রত্যেকদিনই থাকছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান। জানা গিয়েছে, এবছর দুর্গাপুর উৎসবের মধ্যে দুটি শনিবার এবং দুটি রবিবার পড়ছে। অর্থাৎ সপ্তাহান্তে এই দিনগুলিতে ব্যাপকভাবে দুর্গাপুর উৎসবে জনসমাগম হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মুম্বইয়ের নামিদামি শিল্পীদের আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কলকাতার নামিদামি শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এছাড়াও স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান দেখা যাবে দুর্গাপুর উৎসবে। সবমিলিয়ে শীতের আমেজ শুরু হতেই শহরে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আয়োজনে কোনও খামতি রাখতে চান না কেউই।
Nayan Ghosh





