TRENDING:

Big Festival in Durgapur: ১০ দিনের মেগা উৎসব, দুর্গাপুরে দমদার ফেস্টিভ্যাল, কখন কোথায় খুশি-আনন্দের খাজানা

Last Updated:

Big Festival in Durgapur: চলতি বছরে ১৫ দিনের বদলে ১০ দিনের জন্য হবে দুর্গাপুর উৎসব। ঠিক হয়ে গিয়েছে দুর্গাপুর উৎসবের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: ফের বড় উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল জেলায়। শিল্পশহরে শুরু হয়ে গিয়েছে উৎসব আয়োজনের কাজকর্ম। কারণ দ্বিতীয় বছরের জন্য ফের হতে চলেছে দুর্গাপুর উৎসব। ঠিক হয়ে গিয়েছে দিনক্ষণ। এবার দুর্গাপুর উৎসবে একাধিক চমক দেওয়ার পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা। একটি সাংবাদিক বৈঠকে দুর্গাপুর উৎসবের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।
advertisement

বিগত বছরের ব্যাপক সাফল্য এবং জনপ্রিয়তার পর চলতি বছরের দ্বিতীয়বারের জন্য দুর্গাপুর উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ৬ ডিসেম্বর থেকে দুর্গাপুর উৎসব শুরু হবে। দুর্গাপুর উৎসব ২০২৩ -র মতো আয়োজনে কোনও খামতি রাখতে চাইছেন না উদ্যোক্তারা। যদিও চলতি বছরে ১৫ দিনের বদলে ১০ দিনের জন্য হবে দুর্গাপুর উৎসব। ঠিক হয়ে গিয়েছে দুর্গাপুর উৎসবের স্থান।

advertisement

আরও পড়ুন – IPL Mega Auction: নাম লিখিয়েছেন শয়ে শয়ে দিশি-বিলিতি ক্রিকেটার, কিন্তু দল পাবেন অর্ধেকেরও কম, কারা হবেন লক্ষপতি

গত বছরের মত এবছরও রাজীব গান্ধী স্মারক ময়দান অর্থাৎ চিত্রালয় মেলা মাঠে দুর্গাপুর উৎসবের আয়োজন করা হবে। ৬ ডিসেম্বর থেকে দুর্গাপুর উৎসব শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। চলতি বছরেও শহরবাসী ব্যাপকভাবে এখানে অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করছেন উদ্যোক্তারা। পাশাপাশি প্রত্যেকদিনই থাকছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান। জানা গিয়েছে, এবছর দুর্গাপুর উৎসবের মধ্যে দুটি শনিবার এবং দুটি রবিবার পড়ছে। অর্থাৎ সপ্তাহান্তে এই দিনগুলিতে ব্যাপকভাবে দুর্গাপুর উৎসবে জনসমাগম হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

advertisement

View More

সাংস্কৃতিক অনুষ্ঠানে মুম্বইয়ের নামিদামি শিল্পীদের আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কলকাতার নামিদামি শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এছাড়াও স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান দেখা যাবে দুর্গাপুর উৎসবে। সবমিলিয়ে শীতের আমেজ শুরু হতেই শহরে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আয়োজনে কোনও খামতি রাখতে চান না কেউই।

সেরা ভিডিও

আরও দেখুন
ভাঙছে শরীর, এখনও অসম্পূর্ণ দু'কোটির হাসপাতাল! লড়াই চলছে পদ্মশ্রী 'অ্যাম্বুল্যান্স দাদা'র
আরও দেখুন

Nayan Ghosh 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Big Festival in Durgapur: ১০ দিনের মেগা উৎসব, দুর্গাপুরে দমদার ফেস্টিভ্যাল, কখন কোথায় খুশি-আনন্দের খাজানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল