জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আবাস যোজনা প্লাস নিয়ে কোনওরকম অভিযোগ যেন কোনও ব্লক থেকে না আসে। জিরো এরর বা ত্রুটিহীন নীতি নিয়ে কাজ করার ক্ষেত্রে আরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে বিডিওদের। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় আবাস প্লাস যোজনায় যে তালিকা অনুমোদন করা হয়ে গিয়েছে, সেই তালিকা আবারও চেক করার কথা বলা হয়েছে। জানা গিয়েছ কোথাও যদি কোনভাবে তালিকায় নাম থাকা কোন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা চলে যায়,অথচ তার পাকা বাড়ি রয়েছে সেই টাকা ফেরত নেওয়ার বিষয়ে ব্লক আধিকারিকদেরই উদ্যোগী হতে হবে। সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নিতেই হবে। পাকা বাড়ি থাকার পরেও বাড়ির টাকা পেলে সেই টাকা ফেরত নিতে হবে। প্রয়োজনে থানায় অভিযোগ করতে পারেন বিডিওরা।
advertisement
জেলা প্রশাসনের কাছ থেকে এমন নির্দেশিকা পেয়ে স্বভাবতই আরও কড়া হয়েছেন বিভিন্ন ব্লকের বিডিওরা। তাঁরা বলছেন, জেলা প্রশাসন থেকে নির্দেশ এসেছে অনুমোদন হয়ে যাবার পরেও যেন তালিকা ধরে খতিয়ে দেখা হয়। অনুমোদন হয়ে যাওয়া তালিকা যেন একেবারেই ত্রুটিমুক্ত থাকে। সামান্য কোনও অভিযোগ এলে তার গুরুত্ব দেওয়া হয়। প্রাথমিকভাবে জেলা প্রশাসনের কাছে অভিযোগ এসেছে, বিভিন্ন ব্লকে পাকা বাড়ি থাকার সত্বেও তৃতীয় পর্বের সার্ভের পরেও নাম রেখে দেওয়া হয়েছে প্রভাব খাটিয়ে। সংশ্লিষ্ট বিডিওদের সেই নামের তালিকা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে টাকা দেওয়ার আগে ১০০ শতাংশ নিশ্চিত হয়ে তবেই যেন টাকা দেওয়া হয়।