TRENDING:

ভাঙড়ে কি জট কাটতে চলেছে ? জমি রক্ষা কমিটির দাবি মেনে বৈঠকে জেলা প্রশাসন

Last Updated:

ভাঙড়ের জমি রক্ষা কমিটির দাবি মেনে প্রথমবার নিঃশর্ত বৈঠকে বসল প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাঙড়: ভাঙড়ের জমি রক্ষা কমিটির দাবি মেনে প্রথমবার নিঃশর্ত বৈঠকে বসল প্রশাসন। কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করলেন জেলা প্রশাসনের কর্তারা। দু'পক্ষই আশাবাদী, আলোচনার মাধ‍্যমে জট কাটতে পারে।
advertisement

ভাঙড় জট কি অবশেষে কাটতে চলেছে? আশার আলো দেখছে রাজ‍্য ও জমি রক্ষা কমিটিও। কারণ, সোমবার, কমিটির দাবি মেনে প্রথমবার নিঃশর্ত আলোচনায় বসল প্রশাসন। এ দিন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের অফিসে অলীক চক্রবর্তী, শর্মিষ্ঠা চৌধুরী-সহ জমি রক্ষা কমিটির নেতাদের নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসনের কর্তারা।

পাওয়ার গ্রিড তৈরির বিরোধিতায় গত কয়েক মাসে বার বার আগুন জ্বলেছে ভাঙড়ে। রাস্তা কেটে দিনের পর দিন আন্দোলন চালিয়েছে জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি ৷ জমি রক্ষা কমিটি যেমন নিজেদের অবস্থানে অনড় থেকেছে, তেমনই কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করেছে প্রশাসনও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

ইউএপিএতে মামলা হয়েছে। জমি রক্ষা কমিটির নেতা অলীক চক্রবর্তী গ্রেফতার হয়েছেন। জামিনও পেয়েছেন। শেষমেশ এ দিন, কমিটির দাবি মেনে, দু'পক্ষের নিঃশর্ত বৈঠক। প্রশাসনের আশা, আলোচনার মধ‍্যে দিয়েই সমাধান সূত্র বের হবে। নিঃশর্ত আলোচনা শুরু। জট কবে কাটে, এখন তারই অপেক্ষায় ভাঙড়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাঙড়ে কি জট কাটতে চলেছে ? জমি রক্ষা কমিটির দাবি মেনে বৈঠকে জেলা প্রশাসন