যোগদানের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাদিকুল বলেন, ‘তৃণমূলের নীতি আদর্শ ভাল। তাই আমি নিজের ইচ্ছাতেই তৃণমূলে যোগ দিয়েছি।’ চালতাবেড়িয়া ১৪৭ নম্বর বুথের এই সাদিকুল মোল্লাই গতকাল কাশিপুর থানায় নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে সার্টিফিকেট কেড়ে নেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরেই আজ রবিবার আবার তৃণমূলে যোগদান করলেন এই সাদিকুল।
advertisement
প্রসঙ্গত, বিধানসভা অধিবেশন চলাকালীন তৃণমূলের বিজয় উৎসবে ভাঙড়ের বিধায়ক ও আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি কে আমন্ত্রণ জানান তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সংবাদ মাধ্যমকে তিনি জানান, “পঞ্চায়েত নির্বাচনে আমাদের খুব ভাল ফল হয়েছে। ২০২১ সালে আমরা পরাজিত হয়েছিলাম। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে আমরা অসাধারণ ফল করেছি। সেই কারণে আগামী ১৩ তারিখ ভাঙড়ের শোনপুর বাজারে বিজয় উৎসব করা হবে। আমি চাই নওশাদ সিদ্দিকি সেখানে আসুন। নওশাদ সিদ্দিকি আমার ছোট ভাই। আমি আপনাদের মাধ্যমে নওশাদকে আমন্ত্রণ জানাতে চাই। প্রয়োজনে আমি তাঁর বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানিয়ে আসব। দরকার হলে আমি নিজে গিয়ে তাঁকে নিয়ে আসব। তাঁর নিরাপত্তার দায়িত্ব আমার। নওশাদ সব সময় শান্তির কথা বলেন। আমি বলছি ভাঙড়ের শান্তির জন্যই তিনি আসুন। আমাদের নেত্রী শিখিয়েছেন রাগ, ক্ষোভ যাই থাকুক না কেন তা হজম করে নিতে হয়। আমরা চাই ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা হোক। তাই ভাঙড়ে শান্তি ফেরাতে আমার ছোট ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি।” ভাঙরে কোন নতুন সমীকরণ? প্রশ্ন উঠছে।