TRENDING:

Highway Blocked: লিটার লিটার দুধ ঢেলে দেওয়া হল রাস্তায়, দুগ্ধ চাষিদের প্রতিবাদ

Last Updated:

Highway Blocked: হরমপুরের সাটুই গ্রামে রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় দুধ ফেলে বিক্ষোভ দেখাল দুগ্ধ চাষিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: তিনদিন ধরে দুধ কেনা বন্ধ করে দিয়েছে ভাগীরথী মিল্ক ইউনিয়ন। প্রতিবাদে মঙ্গলবার বহরমপুরের সাটুই গ্রামে রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় দুধ ফেলে বিক্ষোভ দেখাল দুগ্ধ চাষিরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুগ্ধ চাষিদের দুরাবস্থায় তাদের পাশে থেকে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
জাতীয় সড়কে ঢালা হল দুধ. হল অবরোধ
জাতীয় সড়কে ঢালা হল দুধ. হল অবরোধ
advertisement

গত ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাত্রিকালীন দুগ্ধ সংগ্রহ বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেন ভাগীরথী মিল্ক ইউনিয়নের ম্যানেজিং ডিরেক্টর। সেই বিজ্ঞপ্তিতে দুগ্ধ সমবায় সমিতিগুলিকে জানান হয় প্রাকৃতিক দুর্যোগের জন্য দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য বিক্রয় সাময়িক কমে যাওয়ায় অতিরিক্ত দুগ্ধ ডেয়ারিতে জমে যাচ্ছে এবং অতিরিক্ত দুগ্ধ ফেলে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই এই তিনদিন কোনও রাত্রিকালীন দুগ্ধ সংগ্রহ হবে না। এরই প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় দুধ ফেলে বিক্ষোভ দেখায় দুগ্ধ চাষিরা।

advertisement

আরও পড়ুন –  Astro Tips: ভুলেও করবেন না ‘এই’ কাজগুলি শনি মহারাজ কখনই ক্ষমা করেন না, জীবন হবে ছারখার

এক দুগ্ধ চাষি প্রভাত ঘোষ বলেন, ‘‘ভাগীরথী আমাদের শেষ করে দিয়েছে। আমাদের তিনদিনের সব দুধটাই নষ্ট হল। কিন্তু রাতের অন্ধকারে বাইরের ব্যবসায়ীদের থেকে দুধ নেওয়া হচ্ছে। আমাদের রুজি রোজগার সব বন্ধ। আমরা এটা মেনে নেব না। আমরা বৃহত্তর আন্দোলন নামব।’’

advertisement

এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতিকে মুর্শিদাবাদ জেলার দুগ্ধ চাষীরাই তৈরি করেছে। কিন্তু বর্তমানে দুগ্ধ চাষিদের সঙ্গেই দুর্নীতি করা হচ্ছে। রাজ্য সরকার ষড়যন্ত্র করে এই ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতিকে অলাভজনক সংস্থায় পরিণত করে বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে।’’

তিনদিন ধরে দুধ কেনা বন্ধ করে দিয়েছে ভাগীরথী মিল্ক ইউনিয়ন। প্রতিবাদে মঙ্গলবার বহরমপুরের সাটুই গ্রামে রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় দুধ ফেলে বিক্ষোভ দেখাল দুগ্ধ চাষিরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুগ্ধ চাষিদের দুরাবস্থায় তাদের পাশে থেকে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

advertisement

Pranab Kumar Banerjee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Highway Blocked: লিটার লিটার দুধ ঢেলে দেওয়া হল রাস্তায়, দুগ্ধ চাষিদের প্রতিবাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল