TRENDING:

Bengaluru Gas Cylinder Blast: বেঙ্গালুরু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! শেষ রক্ষা হল না! মুর্শিদাবাদের চারজনের মৃত্যু  

Last Updated:

Bengaluru Gas Cylinder Blast: গত সোমবার গভীর রাতে কর্ণাটকের রামনগর জেলার বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উপরে  বিডাডি এলাকায় সিলিন্ডারের আগুনে পুড়ে দগ্ধ হন মুর্শিদাবাদের সাত জন পরিযায়ী শ্রমিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: অগ্নিদগ্ধ হয়ে বেঙ্গালুরু’র হাসপাতালে চিকিৎসাধীন মুর্শিদাবাদের চার জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা য়ায়, মৃত চার জনের মধ্যে হরিহরপাড়া থানা এলাকার জাহিদ আলি (৩৫) এবং বহরমপুর থানা এলাকার সাফিজুল শেখ (৩৫), মিনারুল শেখ (৩৬) ও জিয়াবুর শেখ (৩৫)। প্রথমে মৃত্যু হয় জাহিদের। এর পরে সাফিজুল ও  মিনারুলের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। তার বেশ কয়েক ঘন্টা পরে মৃত্যু হয় জিয়াবুরের।
কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা
কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা
advertisement

গত সোমবার গভীর রাতে কর্ণাটকের রামনগর জেলার বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উপরে  বিডাডি এলাকায় সিলিন্ডারের আগুনে পুড়ে দগ্ধ হন মুর্শিদাবাদের সাত জন পরিযায়ী শ্রমিক। তাঁদের ওই রাতেই স্থানীয় ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো করা হয়। সেখানেই চার দিন ধরে ভর্তি থাকার পরে এ দিন চার জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, বেঙ্গালুরুতে কাজের জায়গায় একটা বড় ঘরে সাত জন শ্রমিক ঘুমিয়েছিলেন। রাতের রান্না শেষ করে কোনও ভাবে গ্যাসের উনুন বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। রাত দুটো নাগাদ ওই সাত জনের মধ্যে এক জন বাথরুমে গিয়েছিলেন। জলন্ত বিড়ি মুখে নিয়ে ঘরে ঢুকতেই গোটা ঘরে দাউদাউ করে আগুন ধরে যায়। ওই আগুনে পুড়ে গুরুতর জখম হন তাঁরা। পাশের ঘরে থাকা অন্য পরিযায়ী শ্রমিকরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে আজ চার জনের মৃত্যু হয়। এ দিকে ওই মৃত্যুর খবর এসে পৌঁছাতেই শোকের পরিবেশ তৈরি হয়েছে গ্রামে। তাদের মরদেহ বাড়ি ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন। হাসপাতাল সুত্রে জানাযায়, এ দিন বেঙ্গালুরু হাসপাতালে ময়নাতদন্তের পরে মৃতদেহগুলি পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। ওই পরিবারের লোকজন আগে থেকে বেঙ্গালুরুতে রয়েছেন।

advertisement

আরও পড়ুন – Huge Blow In Money Market: ট্রাম্পের এমন সিদ্ধান্ত মানি মার্কেটে হাহাকার, হুড়মুড়িয়ে পড়ছে ক্রিপ্টোকারেন্সি, ওয়াল স্ট্রিটের শেয়ার মার্কেটেও সজোরে ধাক্কা

মুর্শিদাবাদের যে তিন জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁরা হলেন–বহরমপুর থানার এলাকার পাঁচপীরতলার হাসান মল্লিক,এবং নগড়াজল টিকটিকিপাড়ার তাজিবুর শেখ ও নূর জামাল শেখ।

পরিযায়ী শ্রমিকের পরিবার সুত্রে জানাযায়, ‘যে চার জনের মৃত্যু হয়েছে, তাঁদের শরীরের ৭০% পুড়ে গিয়েছিল। চিকিৎসকরা চেষ্টা করেন তাঁদের বাঁচানোর। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের মধ্যে  চার জনের মৃত্যু হয়। বাকি তিন জনের মধ্যে দু’জনের অবস্থাও সঙ্কটজনক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

Kaushik Adhikary

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengaluru Gas Cylinder Blast: বেঙ্গালুরু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! শেষ রক্ষা হল না! মুর্শিদাবাদের চারজনের মৃত্যু  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল