সৃষ্টির প্রথম থেকেই নদীর উপর নির্ভরশীল মানুষ। কিন্তু সেই নদীকেই দূষিত করে চলছে মনুষ্য জাতি। বর্তমানে সেই দূষণের পরিমান বেড়েছে। তার উপর বিভিন্ন জায়গায় নদী মজেও গিয়েছে। আর তাই দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় সুন্দরবনের নদী সংলগ্ন এলাকায় স্থানীয়দের সচেতন করতে এই পুজো করা হল।
আরও পড়ুন: বাড়ির পুজোয় ঠাকুরকে নকুল দানা দেন, কীভাবে তৈরি হয় জানেন? দেখুন ভিডিও
advertisement
উৎসাহী শতাধিক মহিলা, পুরুষ এবং স্কুল পড়ুয়া ও বনকর্মীরা এই পুজোয় অংশগ্রহণ করেন। পবিত্র শুচিবস্ত্রে পাঁচ ফলের উপাচার, নৈবেদ্য নিয়ে ঘটা করে রাক্ষসখালি নদীকে পুজো করা হয়। পুজোর সময় শাঁখ, ঘন্টা, কাঁসর এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল পুরো পাথরপ্রতিমা। দক্ষিন ২৪ পরগনা বনবিভাগের অধীন রামগঙ্গা রেঞ্জের উদ্যোগে এই কাজ করা হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই পুজো নিয়ে উদ্যোক্তারা জানিয়েছেন, সুন্দরবনের নদীনালা, খালগুলি ক্ৰমশ মজে যাচ্ছে। সেগুলি সংস্কার করা দরকার। আর সেজন্য এই নদীর উপকারিতা নিয়ে সকলকে সচেতন করতে এই পুজোর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের শেষে মহিলারা নৌকায় করে নদী পথে রাক্ষসখালি, বনশ্যামনগর, জি-প্লট এলাকায় প্রচার চালান।
নবাব মল্লিক