TRENDING:

Bengali News: প্রাক্তন প্রধানের জন্য স্বাভাবিক জীবনে ফিরল মানসিক ভারসাম্যহীন, কী হল দেখুন

Last Updated:

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নাম উত্তম পরামানিক। ছোট্ট একটি মাটির বাড়িতে বসবাস করেন উত্তম ও তাঁর মা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত এক ব্যক্তিকে সুস্থ করে মানবিকতার নজির গড়লেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান। গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গিয়াসউদ্দিন বাবু হতদরিদ্র পরিবারটির পাশে দাঁড়িয়ে ছিলেন। আর তাতেই ঘটল ম্যাজিক।
advertisement

আরও পড়ুন: এখানে খাঁচা পাতলেই ধরা পড়ে চিতাবাঘ! কোথায় জানেন

মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির নাম উত্তম পরামানিক। ছোট্ট একটি মাটির বাড়িতে বসবাস করেন উত্তম ও তাঁর মা। কোনওভাবে সংসার চলে তাঁদের। জমি জায়গা সেভাবে নেই। দিন মজুরি করে কোনরকমে চলত। হঠাৎ করেই মাথায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন উত্তম। একমাত্র ছেলেকে সুস্থ করতে বহু টাকার প্রয়োজন ছিল। কিন্তু উত্তমের হতদরিদ্র মা অঞ্জনাদেবীর পক্ষে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব ছিল না। তা নিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন।

advertisement

স্থানীয় এলাকা থেকে শুরু করে সকল মানুষকে পাশে দাঁড়ানোর কথা বললেও কোন‌ও সহযোগিতা পাননি। অবশেষে এই খবর প্রাক্তন পঞ্চায়েত প্রধানের কাছে যাওয়ার পরে পাশে দাঁড়ান গিয়াসউদ্দিন বাবু। উত্তমের মানসিক ভারসাম্যহীনতার খবর পাওয়া মাত্রই হতদরিদ্র পরিবারটির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে উত্তমের ওষুধ সমস্তটাই বহন করতেন গিয়াসউদ্দিন বাবু।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

দীর্ঘদিন ধরে নিজের টাকায় উত্তমের চিকিৎসা করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন ওই প্রাক্তন পঞ্চায়েত প্রধান। সুস্থ হয়ে এই প্রসঙ্গে উত্তম পারামানিক জানান, দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত ছিলাম, কিন্তু পাশে দাঁড়ায়নি কেউ। একমাত্র প্রাক্তন পঞ্চায়েত প্রধান সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাই আজ আমি আবার সুস্থ হয়ে উঠতে পেরেছি। এদিকে উত্তম সুস্থ হয়ে ওঠায় নিজের খুশি প্রকাশ করেছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: প্রাক্তন প্রধানের জন্য স্বাভাবিক জীবনে ফিরল মানসিক ভারসাম্যহীন, কী হল দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল