আরও পড়ুন: নবদ্বীপে গড়ে উঠছে চৈতন্য সংগ্রহশালা, থাকছে বিশাল চমক
এই মেলায় সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন। মেলা উপলক্ষে ছোট ছোট ব্যবসায়ীরা বিভিন্ন পসরা নিয়ে বসেন। জিলাপি দোকান, মনিহারির দোকান, আলতা-সিঁদুর, ছোট ছোট ছেলে মেয়েদের খেলনা, মানুষের সংসারে লাগে বিভিন্ন লোহার জিনিস, কাঠের জিনিস সহ অন্যান্য দোকানও এই মেলা ভিড় করেছিল। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে এই মেলার আয়োজন হয়। মেলা কমিটির পক্ষ থেকে হরিনাম কীর্তন, ভীম একাদশী উপলক্ষে বারুইপুর থানার অন্তর্গত সদাব্রত ঘাটে বিশাল মেলার আয়োজন করেছিল সদাব্রত সংস্কার কমিটির পক্ষ থেকে।
advertisement
মূলত দক্ষিণবঙ্গে ভীম পুজোর এত জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। চাঁদ সওদাগরের সপ্তডিঙার মত অনেক ব্যবসায়ীর পণ্যবোঝাই জাহাজ এসে ভিড়ত জেলার বিভিন্ন বন্দরে। আবার রফতানিও হত এখানকার সামগ্রী। বাতাসের আনুকুল্যে নিরাপদে, নির্বিঘ্নে যাতে জাহাজ যাত্রা বা আগমন সফল হয় এবং জাহাজ যাত্রা যাতে শেষযাত্রা না হয় এবং জলদস্যুর আক্রমণের মুখে পড়তে না হয় সেই উদ্দেশ্যে ভীমের পুজো করে পাঠানো হত জাহাজগুলিকে। সেই কারণে দক্ষিণবঙ্গে এই ব্যবসায়ীদের ছিল প্রগাঢ় আস্থা এই মেলাকে কেন্দ্র করে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ এখানে পুণ্য অর্জন করতে আসেন। গঙ্গায় স্নান করে তারপর চাল ও ফল বিতরণ করে। সন্ধেবেলায় বহু মানুষের মনস্কামনা পূর্ণ করার জন্য গঙ্গায় প্রদীপ ভাসানোর আয়োজন করা হয়।
সুমন সাহা