TRENDING:

বাংলায় কথা বলায় হেনস্থা! 'এক ডাকে অভিষেক'-এ ফোন, বিধায়কের উদ্যোগে বাড়ি ফিরলেন পরিযায়ী শ্রমিক

Last Updated:

পেটের দায়ে ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন বিষ্ণুপুরের এক ব্যক্তি, সেখানে বাংলা ভাষায় কথা বলায় আক্রান্ত হন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহাঃ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের কুলেরদাঁড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সাইফুল শেখ। কর্মসূত্রে সপরিবারে পাড়ি দিয়েছিলেন মহারাষ্ট্র। তাঁদের ‘অপরাধ’, তাঁরা  বাংলা ভাষায় কথা বলেন! সেই কারণে মহারাষ্ট্রের পুলিশের হাতে নানাভাবে হেনস্থার শিকার হন বলে অভিযোগ। বাধ্য হয়ে সাইফুল ‘এক ডাকে অভিষেক’ নম্বরে ফোন করেন। সাংসদ মারফত খবর আসে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মন্ডলের কাছে। মন্ত্রী নির্দেশ দেন, যেভাবেই হোক ওই পরিযায়ী শ্রমিককে সপরিবারে নিজ বিধানসভায় ফিরিয়ে আনতে হবে। তাঁর নির্দেশ মেনে সাইফুলদের ফিরিয়ে আনা হয়।
মন্ত্রীর সঙ্গে সাইফুল শেখ
মন্ত্রীর সঙ্গে সাইফুল শেখ
advertisement

আজ মন্ত্রীর অফিসে ওনারা সাক্ষাৎ করেন ও সবিস্তারে ওখানকার ঘটনা জানান। ভিনরাজ্যে বাংলা ভাষা বলায় পুলিশের অত্যাচার! তিন দিন একটি মন্দিরে লুকিয়ে ছিলেন। অবশেষে পরিবার নিয়ে তাঁরা রাজ্যে ফিরলেন। আজ সমস্ত ঘটনা পশ্চিমবঙ্গের পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডলকে জানান।

আরও পড়ুনঃ নোংরা জলে থইথই চারপাশ, ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত পোকামাকড়! আতঙ্কে কাঁটা নদিয়ার ‘এই’ এলাকার মানুষ

advertisement

এই প্রসঙ্গে পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘এক ডাকে অভিষেক’ একটি নম্বর আছে। সেই নম্বরে সাইফুল নিজে ফোন করেন। তারপর সেই খবর আমাদের কাছে এসে পৌঁছয়। আমরা তৎক্ষণাৎ ওঁর সঙ্গে যোগাযোগ করি। ওখান থেকে ভিডিও কলে কথা হয়। এরপর প্রশাসনিকভাবে তাঁকে ফিরিয়ে আনা হয়।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি আরও বলেন, কোন পরিযায়ী শ্রমিক যদি এই ধরণের সমস্যায় পড়েন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাঁদের নিজের বাড়িতে ফিরিয়ে আনব। ফিরে আসার পর সরকারি সব রকমের সুযোগসুবিধা তাঁকে দেওয়া হবে। সরকার সব সময় পাশে থাকতে বদ্ধপরিকর।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলায় কথা বলায় হেনস্থা! 'এক ডাকে অভিষেক'-এ ফোন, বিধায়কের উদ্যোগে বাড়ি ফিরলেন পরিযায়ী শ্রমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল