TRENDING:

Bengali Woman Death: সুইডেনের অ্যাপার্টমেন্টে দুর্গাপুরের যুবতীর দেহ! গ্রেফতার সুইডিশ নাগরিক, কী ঘটেছিল ঘরে?

Last Updated:

Bengali Woman Death: সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো নিয়ে পোস্ট ডক্টরেট করছিলেন রোশনি। পরিবারের সঙ্গে শেষ বারের মতো কথা হয় গত মাসে ২৯ তারিখ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: সুইডেনে গবেষণা করতে গিয়ে রহস্যময় মৃত্যু দুর্গাপুরের রোশনি দাসের। উদ্বিগ্ন পরিবার এখন মৃত্যু রহস্যর কারণ জানতে চাইছে। পরিবারের দাবি খুন করা হয়েছে রোশনিকে। শুধু দেহ ফিরিয়ে আনা নয়, দোষীদের উপযুক্ত শাস্তি দাবি পরিবারের।
দুর্গাপুরের যুবতীর মৃত্যু সুইডেনে
দুর্গাপুরের যুবতীর মৃত্যু সুইডেনে
advertisement

সুইডেনে গবেষণারত এক গবেষকের রহস্যময় মৃত্যু। মৃত গবেষকের নাম দুর্গাপুরের ডিপিএল টাউনশিপের ইএন টাইপের বাসিন্দা রোশনি দাস। বছর বত্রিশের রোশনি দাসের পড়াশোনা দুর্গাপুরেই। এরপর বর্ধমান রাজ কলেজ থেকে জুলজি অনার্স নিয়ে পড়াশোনা করার পর ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকলোজি নিয়ে পড়াশোনা করেছিলেন।

আরও পড়ুন: বিজেপির অন্দরের বিক্ষোভ ‘ইতিবাচক’! ‘মিষ্টি গাছের ফল’ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

advertisement

সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো নিয়ে পোস্ট ডক্টরেট করছিলেন রোশনি। পরিবারের সঙ্গে শেষ বারের মতো কথা হয় গত মাসে ২৯ তারিখ। এরপর ৩০ তারিখ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তখনও পর্যন্ত এই নির্মম পরিণতির কথা কিছু জানতে পারেনি পরিবার। চলতি মাসের ১২তারিখ সুইডেন দূতাবাস থেকে যোগাযোগ করা হয় ভারতীয় দুতাবাসের সঙ্গে।

advertisement

আরও পড়ুন: এই জিনিসটি কী জানেন তো? সোনা-হিরে কিছুই নয়, তবু দাম কোটি টাকা! পরিচয়ে চমকে উঠবেন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেখান থেকে দিল্লি, এরপর কলকাতা ভবানী ভবন থেকে দুর্গাপুর থানায় যোগাযোগ করা হয়। ১৩ অক্টোবর পরিবারকে দেওয়া হয় মৃত্যুর খবর, জানানো হয় এক অ্যাপার্টমেন্টের ভেতর থেকে রোশনির দেহ উদ্ধার হয়, গ্রেফতারও নাকি হয়েছেন এক সুইডিশ নাগরিক। তবে কী কারণে মৃত্যু, সেটা নিয়ে ধন্দে গোটা পরিবার। এখন পরিবার চাইছে, রোশনির মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তি হোক, আর মেয়ের দেহ যেন খুব তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনা হোক।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Woman Death: সুইডেনের অ্যাপার্টমেন্টে দুর্গাপুরের যুবতীর দেহ! গ্রেফতার সুইডিশ নাগরিক, কী ঘটেছিল ঘরে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল