TRENDING:

দিল্লিতে কাজে গিয়ে আটকে রয়েছে ছেলেরা, অপেক্ষায় প্রহর গুণছেন বাংলার মা! কী হবে এবার?

Last Updated:

পরিবারের অভিযোগ, গত দু'দিন আগে জানতে পারে বাংলাদেশি সন্দেহে দিল্লিতে পুলিশ তাঁদের আটক করেছে, খবর পেয়ে আতঙ্কে পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ: দিল্লিতে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক নবদ্বীপের দুই পরিযায়ী শ্রমিক। আতঙ্কে ঘুম উড়েছে দুই পরিবারের সদস্যদের। এবার দিল্লিতে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে দিল্লিতে আটক নবদ্বীপের দুই যুবক চিন্তায় পরিবার। জানা যায়, আটক ওই যুবকদের নাম শান্তি শেখ এবং কাজিল শেখ। বয়স আনুমানিক ৩৮ এবং ২৫ বছর।
advertisement

দু’জনেরই বাড়ি নবদ্বীপ ব্লকের তিওয়রখলি কুলতলা এলাকায়। জানা যায়, গত তিন মাস আগে দিল্লিতে রাজমিস্ত্রী, জোগাড়ে কাজে যায় শান্তি এবং কাজিল। দুই পরিবারের অভিযোগ, গত দু’দিন আগে জানতে পারে বাংলাদেশি সন্দেহে দিল্লিতে পুলিশ তাঁদের আটক করেছে, খবর পেয়ে আতঙ্কে পরিবার।

আরও পড়ুন: আশঙ্কাই সত্যি হতে চলেছে! বিহারের পর এবার বাংলায় ‘বিশেষ কর্মসূচি’! কমিশনের বিরাট সিদ্ধান্ত, অতিরিক্ত টাকা পাবেন কারা?

advertisement

সুত্রের খবর, গতকাল নবদ্বীপ থানার পুলিশ পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করে ভোটার কার্ড-সহ বিভিন্ন সরকারি পরিচয় পত্র নিয়ে যায়, তবে এখনও কোনও খোঁজ মেলেনি শান্তি শেখ এবং কাজিল শেখের। পরিবারের সদস্য থেকে প্রতিবেশী, সকলেই চাইছে ঘরের ছেলেরা ফিরুক ঘরে।

View More

আরও পড়ুন: আশঙ্কাই সত্যি হতে চলেছে! বিহারের পর এবার বাংলায় ‘বিশেষ কর্মসূচি’! কমিশনের বিরাট সিদ্ধান্ত, অতিরিক্ত টাকা পাবেন কারা?

advertisement

উল্লেখ্য, রাজস্থান থেকে শুরু করে ওড়িশা, দিল্লি, মহারাষ্ট্র ইত্যাদি বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের উপর চলছে লাগাতার অত্যাচার। বাংলাভাষীদের দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। পূর্বেই তা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বিজেপির জন্য ‘আশা জাগানো’ আসন, সেই উত্তর কলকাতায় কাকে দায়িত্ব দিল বিজেপি জানেন! চমকে দেওয়া নাম

advertisement

এমনকী ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে রাজপথে প্রতিবাদে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সকল শীর্ষ সারির নেতা নেত্রীরা! এখন দেখার কবে এই সমস্যা থেকে মুক্তি পায় আপামর বাংলার মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Mainak Debnath 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিল্লিতে কাজে গিয়ে আটকে রয়েছে ছেলেরা, অপেক্ষায় প্রহর গুণছেন বাংলার মা! কী হবে এবার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল