গ্রাম পঞ্চায়েতের তিনটি স্তরেই কার্যত সবুজ ঝড় বয়ে গিয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। আর তাতেই উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। আজ বাঁকুড়া শহরে রীতিমতো সবুজ আবির উড়িয়ে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে মিছিল করেন তৃনমূল কর্মী সমর্থকরা। পথচলতি মানুষকে মিষ্টি খাইয়ে চলে জয়ের উদযাপন।
আরও পড়ুন- ভোটের ফল বেরতেই অশান্ত শান্তিপুর! আতঙ্কে ঘরের বাইরে বেরতে পারছেন না কেউ
advertisement
বাঁকুড়া জেলা পরিষদে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃনমূল। ৫৬ টি আসনের ৫৫ টি গিয়েছে তাদের ঝুলিতে। জেলার ২২ টি পঞ্চায়েত সমিতির সব কটিতে এবং জেলার ১৯০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৬২ টিতে জয় পেয়েছে ঘাসফুল শিবির।
আরও পড়ুন- অনুব্রতহীন বীরভূমে অব্যাহত সবুজ ঝড়, কতটা কাজ করল কেষ্ট ম্যাজিক?
বিপুল এই জয়ে উচ্ছ্বসিত তৃণমূল শিবিরের কর্মীরা। গতকাল থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে উদযাপন। আজও তা অব্যাহত। জেলা জুড়ে তৃনমূলের এই বিপুল জয়ের উচ্ছ্বাস আছড়ে পড়েছে বাঁকুড়া শহরেও। আজ আইএনটিটিইউসি নেতা কর্মীরা হাতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সবুজ আবির উড়িয়ে মিছিল করেন। পথচারীদের মিষ্টিমুখও করানো হয়।
প্রিয়ব্রত গোস্বামী