TRENDING:

Nadia News: পরিত্যক্ত কোয়ার্টার...ক’দিন ধরে আসছিল পচা গন্ধ! উঁকি মেরে দেখতেই...আতঙ্কে চিল চিৎকার

Last Updated:

দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত কোয়ার্টারে কেউ থাকতেন না। কীভাবে সেখানে ঝুলন্ত কঙ্কাল এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের ভাজনঘাট গ্রামে কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামের সরকারি কৃষি ফার্মের ভিতরে বহুদিন ধরে পরিত্যক্ত এক কোয়ার্টার রয়েছে। কোয়ার্টারটি ঘন জঙ্গলে ঘেরা থাকায় সাধারণত এলাকাবাসী সেখানে যাতায়াত করেন না। এদিন দুপুরে কয়েকজন গ্রামবাসী গরু চরাতে গিয়ে এলাকায় দুর্গন্ধ পান। উৎস অনুসন্ধান করতে গিয়ে তারা দেখতে পান পরিত্যক্ত বাথরুমের ভেতরে দড়িতে ঝুলছে একটি কঙ্কাল। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে এবং কৌতূহলী মানুষজন সেখানে ভিড় জমায়।
সীমান্তবর্তী এলাকা
সীমান্তবর্তী এলাকা
advertisement

খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে প্রাথমিক অনুমান, ঘটনাটি আত্মহত্যা হতে পারে। তবে কঙ্কালটি পুরুষ নাকি মহিলা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত কোয়ার্টারে কেউ থাকতেন না। কীভাবে সেখানে ঝুলন্ত কঙ্কাল এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

advertisement

আরও পড়ুন: ইউনিয়ন রুম থেকে গলিতে ঢুকছেন…ঝিলপাড়ের ওয়াশরুমে গিয়ে কীভাবে মৃত্যু? যাদবপুর কাণ্ডে কী বলছে CCTV

ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সীমান্তবর্তী গ্রামে। পুলিশ কঙ্কালটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং পরিচয় সনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি,ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। সীমান্তবর্তী সংবেদনশীল এলাকায় এমন ঘটনায় গ্রামবাসীর আতঙ্ক আরও বেড়েছে।

এ বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য বলেন, “দেখুন সরকারি ফার্মে কঙ্কাল উদ্ধার হয়েছে। যেখানে পাশেই সোলার প্যানেল রয়েছে সেখানে প্রতিদিন অন্তত ৫০ থেকে ১০০ লোক কাজ করে। তার পাশে খামারটায় আমি যতদূর জানি মানুষ জনের চলাচল আছে এবং মানুষজন যাতায়াত করে কিন্তু ওখানে এত জঙ্গল যে জায়গাটায় কঙ্কালটা পাওয়া গেছে সেখানে হয়তো মানুষ পৌঁছাতে পারেনি।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশের একেবারে ঘাড়ের কাছে পৌঁছে গেল ভারতীয় রেল… ৮০৭১ কোটি টাকার ‘উপহার’ মোদির

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এখন ঘটনা হচ্ছে, এই কঙ্কালটা যে পাওয়া গিয়েছে ইনি কে? কোথা থেকে এল? সীমান্ত এলাকার খুব কাছাকাছি। তাকে কি কেউ খুন করে ঝুলিয়ে দিল? সে আদৌ কি এদেশীয়? সেটার সঠিক তদন্ত পুলিশকে করতে হবে!” যদিও গত তিন মাসে একটিও মিসিং ডায়েরী কৃষ্ণগঞ্জ থানায় জমা পড়েনি বলেই পুলিশ সূত্রে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: পরিত্যক্ত কোয়ার্টার...ক’দিন ধরে আসছিল পচা গন্ধ! উঁকি মেরে দেখতেই...আতঙ্কে চিল চিৎকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল