জানা যাচ্ছে সোনার কয়েনের (Fake Gold Coin) মত বিরাট প্রলোভন দেখানোর ফলে স্বাভাবিক ভাবেই অনেক মানুষ লোভে পরে পা দেন এই দুষ্কৃতীদের সাজানো ফাঁদে। শিকার হন প্রতারণার। কিছু দিন আগেই এমনই এক ঘটনার শিকার হন কুলটির এক বাসিন্দা। তাকেও একই ভাবে ফোন করে সোনার কয়েনের কথা বলে ফেলা হয় ফাঁদে। ঠিক তার পরক্ষণেই এই ঘটনা বীরভূম জেলা পুলিশের সামনে উঠে আসে। এই প্রতারণার কাণ্ড সামনে আসতেই চটজলদি তদন্ত শুরু করে পুলিশ। এবং কিছুদিন তদন্ত চালানোর পরই বীরভূমের সিউড়ির একটি গ্রাম থেকে ধরে ফেলেন এই নকল সোনার কয়েন বিক্রির সঙ্গে যুক্ত চার দুষ্কৃতীকে।
advertisement
আরও পড়ুন : চুরির ভাগ না পেয়ে খুন করে মাটিতে পুঁতে রাখে ২ সঙ্গী, ৮ মাস পর যুবকের দেহ উদ্ধার
পুলিশ হেফাজতে থাকা ধৃতদের কাছে নকল সোনার কয়েন ছাড়াও পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু বন্ধুকের গুলি। ধৃতদের কাছে থাকা সেই আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে বীরভূম জেলা পুলিশের তৎপরতায়। গ্রেফতার এই চারজন ধৃতের নাম, শেখ সামশের আলি, শেখ মুশারফ মুসা, সেখ সফিউল্লা এবং ওমর ফারুক। পুলিশ সূত্রে জানা গিয়েছে চার জন ধৃতের প্রত্যেকেরই বাড়ি বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত দমদমা নামক একটি গ্রামে। বর্তমানে ধৃত চারজনই রয়েছে পুলিশ হেফাজতে। খোঁজ চলছে বাকিদেরও।